অর্পিতার ফ্ল্যাটে সোনার খনি, ইডি দ্বারা উদ্ধার করা গহনার পরিমাণ চমকে দেওয়ার মতো

বাংলাহান্ট ডেস্ক : টাকার খনির পর এবার সোনার খনির সন্ধান পেলেন গোয়েন্দারা। SSC কাণ্ডে ধৃত পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ক্লাব টাউনের ফ্ল্যাটে হানা দিয়ে গত বৃহস্পতিবার ইডি আধিকারিকেরা উদ্ধার করেন 27 কোটি 90 লক্ষ টাকা।

এই বিপুল পরিমাণ টাকা গোনার জন্য আনা হয়েছিল অতি আধুনিক টাকা গোনার মেশিন ও ব্যাংক আধিকারিকদের। ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বিশাল পরিমাণ সোনার গয়নাও। উদ্ধার হওয়া সেই সোনার গয়নার আনুমানিক বাজার মূল্য এবার প্রকাশ্যে এলো। উদ্ধার হওয়া গয়নার বাজার মূল্য শুনে অনেকেই ঠাট্টার সুরে বলছেন এ যেন টাকার খনিতে বাস করতেন অর্পিতা!

গতকাল অর্থাৎ বুধবার স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে ইডির বিশেষ আদালতে তোলা হয়। আদালতে পেশ করা ইডির তথ্য থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘড়িয়ার ফ্ল্যাটে হানা দিয়ে ইডি আধিকারিকেরা ১১ টি সোনার বালা, ৯ টি নেকলেস, ১৮ জোড়া কানের দুল, ৫ টি আংটি, ৬ টি সোনার বাট, একটি সোনার পেন,”A” লেখা একটি আংটি ও একটি সোনার ফ্রেম উদ্ধার করেছেন। হিসাব করে দেখা গেছে এই উদ্ধার হওয়ার সোনার বাজার মূল্য প্রায় ৪ কোটি ৩১ লক্ষ টাকা। হিসাব অনুযায়ী অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘড়িয়ার ফ্যাট থেকে উদ্ধার হওয়া মোট সম্পত্তির পরিমাণ গিয়ে দাঁড়ালো ৩২ কোটি ২১ লক্ষ টাকা।

প্রসঙ্গত এসএসসি কান্ডের দুর্নীতির তদন্তে গত বৃহস্পতিবার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘড়িয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। ইডি আধিকারিকেরা অর্পিতার এই ফ্ল্যাটের বিভিন্ন জায়গা থেকে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদ উদ্ধার করেন। এর পাশাপাশি উদ্ধার করেন বিপুল পরিমাণ সোনার সামগ্রী। গত বুধবার এই বিষয়ে বিস্তারিত তথ্য আদালতের কাছে প্রকাশ করেন গোয়েন্দারা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর