বিয়ের পর স্ত্রী বুলবুলকে নিয়ে মধুচন্দ্রিমায় কোথায় যাবেন? জবাব দিয়ে সকলকে চমকে দিলেন অরুণ লাল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে নিজের দ্বিতীয় বিবাহের কারণে শিরোনামে রয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা ও বর্তমান বাংলা ক্রিকেট দলের কোচ অরুণ লাল। দু দিন আগেই ৬৬ বছর বয়সে নিজের ২৮ বছরের বান্ধবী বুলবুল সাহা-কে বিয়ে করেছেন তিনি। তাদের বিবাহের অনুষ্ঠানের নানা ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে গত কয়েক দিন ধরে। প্রথম স্ত্রী রিনা দেবীর সম্মতিতেই বিবাহ সম্পন্ন করেছেন তিনি।

বিয়ের পর থেকেই নানান প্রশ্নের সম্মুখীন হচ্ছিলেন অরুণ লাল। তার মধ্যে একটি অবধারিত প্রশ্ন হলো বিবাহের পর মধুচন্দ্রিমা কাটাতে বুলবুলকে কোথায় নিয়ে যাবেন বঙ্গ কোচ। এই প্রশ্নের উত্তরে বঙ্গ কোচ যা উত্তর দিয়েছেন তাতে চমক লেগেছে সকলেরই।

arun lal

সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন যে রঞ্জি ট্রফির দ্বিতীয় ভাগটিই তবে তাদের হানিমুন ডেস্টিনেশন। প্রসঙ্গত আইপিএলের শুরুর আগে রঞ্জি ট্রফির প্রথম ভাগটি অনুষ্ঠিত হয়েছিল। সেখান অরুণ লালের দল দুরন্ত পারফরম্যান্স করে নক-আউট পর্বের যোগ্যতা অর্জন করেছিল। জুন মাস থেকে আরম্ভ হলে কোয়ার্টার ফাইনাল। ৪ঠা জুন ঝাড়খণ্ডের মুখোমুখি হবে বাংলা। ব্যাঙ্গালোরের চিন্নস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচে অরুণ লালের দলকে সমর্থন করতে ব্যাঙ্গালোরেই উপস্থিত থাকবেন বুলবুল।

অরুণ লাল ১৯৫৫ সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদে জন্মগ্রহণ করেন। ক্রিকেট কেরিয়ারের শেষে অরুণ ধারাভাষ্যকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন। কিন্তু ২০১৬ সালে তার ক্যান্সার ধরা পড়ে, তারপরে তিনি ধারাভাষ্য ছেড়ে দেন। পরে সুস্থ হয়ে বাংলা ক্রিকেট দলের কোচও হয়েছেন অরুণ। অরুণ লাল ১৯৮২ থেকে ১৯৮৯ সালের মধ্যে ভারতের হয়ে মোট ১৬ টি টেস্ট এবং ১৩ টি ওডিআই খেলেছেন। এই সময়ে ব্যাট হাতে টেস্টে ৭২৯ এবং ওয়ান ডে-তে ১২২ রান করেছিল। টেস্টে তার ব্যাট থেকে এসেছে ছয়টি হাফ সেঞ্চুরি এবং ওয়ান ডে-তে মাত্র একটি হাফ সেঞ্চুরি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর