ভাঙতে চলেছে মমতা ব্যানার্জির স্বপ্ন! মহাজোট নিয়ে বড় মন্তব্য করে বসলেন অরবিন্দ কেজরিবাল

2024 সালের লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, শাসক পক্ষ সহ বিরোধী দলগুলিও নিজেদের ঘর গোছাতে আরম্ভ করে দিয়েছে। কেন্দ্র সরকার যেমন একদিকে নিজেদের সাফল্যের খতিয়ান দেশবাসীর সামনে তুলে ধরতে ব্যস্ত রয়েছে, ঠিক তেমনিভাবে দেশ থেকে বিজেপিকে সরাতে বিরোধী দলগুলি মিলে একটি মহাজোট বানানোর চেষ্টায় রয়েছে। তবে এবার তাদের সেই আশায় জল ঢেলে মহাজোটের সম্ভাবনা একপ্রকার উড়িয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গতকাল দিল্লিতে এক অনুষ্ঠানে যোগদান করে তিনি এমন এক মন্তব্য করে বসেন যা একপ্রকার ঘুরিয়ে মহাজোটের সম্ভাবনাকে ধাক্কা দিয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

প্রসঙ্গত 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি দলের বিরুদ্ধে মহাজোট বানানোর চেষ্টায় ছিল সকল আঞ্চলিক দল গুলি। কিন্তু শেষ পর্যন্ত তাদের এই প্রয়াসকে ধুলোয় মিশিয়ে দিয়ে বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করে দ্বিতীয়বারের জন্য সরকার গঠন করে বিজেপি। তবে 2024 সালের লোকসভা নির্বাচনের পূর্বে তৃণমূল, কংগ্রেস সহ একাধিক দল গুলি নিজেদের অস্তিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে নেমেছে; তবে শুধুমাত্র তাই নয়, দেশের সকল বিরোধী দলগুলোকে একসূত্রে গেঁথে কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়ার স্বপ্ন দেখতেও শুরু করেছে তারা। কিন্তু গতকাল সেই স্বপ্নে আঘাত হেনেছে অরবিন্দ কেজরিওয়ালের একটি বক্তব্য, যেখানে তিনি বলেন “আমাদের যদি জোট করতে হয়, তবে সেটা করতে হবে মানুষের সঙ্গে।”

আগামী জুলাই মাসে দেশে রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে আর লোকসভা ভোটের পূর্বে রাষ্ট্রপতি নির্বাচনকেই ভোটের প্রস্তুতি হিসেবে দেখতে শুরু করেছে রাজনৈতিক মহল। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে প্রতিবারের মত এবারেও বিজেপি দলের পক্ষে পাল্লা বেশি। কিন্তু তা সত্বেও তাদের বেশ কিছু দুর্বলতাকে চিহ্নিত করে বর্তমানে তৃণমূল সহ একাধিক বিরোধী দলগুলি জোট বেঁধে সর্বসম্মতভাবে এক প্রার্থী ঘোষণা করতে চাইছে। এই প্রসঙ্গে সম্প্রতি দিল্লি সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেন কেজরিওয়ালের সঙ্গে। এই প্রসঙ্গে তাদের মধ্যে এক বৈঠকও হয়। এরপরই আশা করা হয়েছিল যে, রাষ্ট্রপতি নির্বাচন থেকেই হয়তো দেশে বিরোধী মহাজোটের উৎপত্তি হতে চলেছে;

তবে এ সকল সম্ভাবনাকে এদিন উড়িয়ে দিয়ে কেজরিওয়াল বলেন, “বহু দলীয় জোট সম্পর্কে আমার বিশেষ কোনো ধারণা নেই। রাজনীতি কিভাবে করতে হয়, আমি তা জানি না। তাছাড়া একটি দলকে হারানোর জন্য অসংখ্য দলের জোট কিভাবে তৈরি করতে হয় তা সম্পর্কেও আমার বিশেষ ধারণা নেই। আসলে আমি সব সময় চাই যে শেষ পর্যন্ত আমাদের দেশ জিতুক।” ফলে তাঁর এই মন্তব্য বিরোধী দলগুলিকে বিশেষত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টাকে ব্যাকফুটে নিয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর