রামায়ণে সীতাহরণ দৃশ‍্য দেখে হাত জোড় করলেন ধারাবাহিকের ‘রাবণ’ অরবিন্দ ত্রিবেদী

বাংলাহান্ট ডেস্ক: ১৯৮৭ সালে টেলিভিশনে সম্প্রচারিত হয়েছিল রামানন্দ সাগরের ‘রামায়ণ’ (Ramayana)। সেই কালজয়ী ধারাবাহিক (serial) আবারও ফিরে এসেছে এই লকডাউনের সময়। আর বলা বাহুল‍্য তখন যে জনপ্রিয়তা ছিল এই ধারাবাহিকের এখনও তাই আছে। তরুণ প্রজন্মও একইরকম ভাবে আপন করে নিয়েছে এই ধারাবাহিক ও তার চরিত্রগুলোকে। রামায়ণে রাম, সীতা (sita)ও লক্ষ্মণ ছাড়া যে চরিত্রটি সবথেকে বেশি নজর কেড়েছিল তা হল রাবণ (ravan)। তবে মহাকাব‍্য তথা ধারাবাহিকে রামের শত্রু হলেও বাস্তব জীবনে প্রচন্ড রাম ভক্ত ধারাবাহিকের রাবণ অরবিন্দ ত্রিবেদী (Arvind trivedi)।

ravan arvind trivedi
রামায়ণে রাবণের চরিত্রে অভিনয় করেছিলেন অরবিন্দ ত্রিবেদী‌ কিন্তু বাস্তবে রাম ভক্তিতে ডুবে থাকেন তিনি। ধারাবাহিকের নতুন করে সম্প্রচারণ হওয়ায় স্বাভাবিক ভাবেই খুব খুশি তিনি। আবার দেখাও শুরু করেছেন রামায়ণ। সোশ‍্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে বর্ষীয়ান অভিনেতার।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাবণের সীতাহরণ দৃশ‍্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অরবিন্দ ত্রিবেদী। এমনকি সীতাকে দেখে ভক্তিতে হাত জোড় করতেও দেখা যায় তাঁকে। এই ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

https://twitter.com/RatanSharda55/status/1249326496721727489?s=19

এর আগে এক সাক্ষাৎকারে অরবিন্দ জানান, প্রথমে রামায়ণে রাবণের চরিত্রে অভিনয় করার ইচ্ছা ছিল না তাঁর। তিনি সেই মাঝির চরিত্র করতে চেয়েছিলেন যে বনবাসে যাওয়ার সময় রাম, সীতা ও লক্ষ্মণকে নদী পার করে দিয়েছিলেন। এই বিষয়ে রামানন্দ সাগরের সঙ্গেও কথা বলেছিলেন তিনি। কিন্তু রামানন্দ তাতে রাজি হননি। তিনি অরবিন্দকে বলেন চিত্রনাট‍্য পড়তে। পড়া শেষ হতেই রামানন্দ সাগর বলেন, তাঁর ধারাবাহিকের রাবণ পেয়ে গিয়েছেন তিনি। অরবিন্দ আরও জানান, রামানন্দ এমন রাবণ খুঁজছিলেন যার মধ‍্যে সেই চলন বলন দেখা যায় এবং মুখে তেজ। এই সব কিছুই অরবিন্দের মধ‍্যে পেয়েছিলেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর