আজও মিলল না জামিন, মঙ্গলবার রাতও জেলের ঘরেই কাটাতে হবে আরিয়ানকে

বাংলাহান্ট ডেস্ক: আজও মুক্তির আলো দেখলেন না আরিয়ান খান (aryan khan)। আরো এক রাত জেলেই কাটাতে হবে শাহরুখ খান পুত্রকে। মাদক কাণ্ডে বারংবার জামিনের আবেদন খারিজ হওয়ায় নিম্ন আদালতের রায়কে চ‍্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল খান পরিবার। মঙ্গলবার, ২৬ অক্টোবর হয় শুনানি। কিন্তু এদিন কোনো রায়নি দেয়নি উচ্চ আদালত। আগামীকালের জন‍্য শুনানি স্থগিত রাখা হয়েছে।

বুধবার দুপুর আড়াইটে নাগাদ ফের শুরু হবে মাদক কাণ্ডে আরিয়ান খানের জামিনের শুনানি। আজ শুনানি প্রাক্তন অ্যাটর্নি জেনারেল দাবি করেন, আরিয়ানের থেকে কোনো মাদক মেলেনি, তাঁর মেডিক‍্যাল পরীক্ষাও হয়নি। বিনা কারণে গ্রেফতার করা হয়েছে তাঁকে। তিনি আরো দাবি করেন, আরিয়ান একজন ‘তরুণ’ যার কিনা জেলে নয় বরং রিহ‍্যাবে ঠাঁই হওয়া উচিত।

IMG 20211026 122843
আজ শুনানি শুরু হওয়ার আগেই আরিয়ানের আরো কিছু হোয়াটসঅ্যাপ চ‍্যাটের তথ‍্য NCB র হাতে এসেছে বলে দাবি করা হয় স‌ংবাদ মাধ‍্যম সূত্রে। রিপোর্ট অনুযায়ী, ফাঁস হওয়া গ্রুপ চ‍্যাটে আরো দুজনের সঙ্গে নিষিদ্ধ মাদক কোকেন নিয়ে আলোচনা করছিলেন আরিয়ান। এমনকি বন্ধুদের NCB কে দিয়ে ধরিয়ে দেবেন বলেও মজা করেছিলেন শাহরুখ তনয়। জানা যাচ্ছে, চ‍্যাটে মাদক কেনা এবং ৮০ হাজার টাকার গাঁজা অর্ডার দেওয়ার ব‍্যাপারেও কথা বলতে দেখা গিয়েছে আরিয়ানকে।

NCB সূত্রে খবর, অনন‍্যা পাণ্ডে ছাড়াও আরো দুই তারকা সন্তানের সঙ্গে আরিয়ানের চ‍্যাট হাতে পেয়েছে তারা। এর আগে গত ২০ অক্টোবর মুম্বইয়ের এক সেশনস কোর্টে জামিনের শুনানির ঠিক আগে আরিয়ানের এক দফা ফোয়াটসঅ্যাপ চ‍্যাট প্রকাশ‍্যে এনেছিল NCB। সেখানে অনন‍্যার সঙ্গে মাদক নিয়ে কথাবার্তা বলতে দেখা গিয়েছিল শাহরুখ পুত্রকে।

সেখানে আরিয়ান জিজ্ঞাসা করেছিলেন, অনন‍্যা মাদকের জোগাড় করে দিতে পারবেন কিনা।
উত্তরে অনন‍্যা বলেছেন তিনি চেষ্টা করবেন। যদিও NCB সূত্রের খবর, অনন‍্যা নিষিদ্ধ মাদকের জোগাড় করে দিয়েছিলেন কিনা তা জানা যায়নি। তবে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর দাবি, দুই তারকা সন্তান নিয়মিত মাদক নিয়ে কথাবার্তা বলতেন। কিন্তু জেরার মুখে অভিনেত্রী দাবি করেছেন, আরিয়ানের সঙ্গে স্রেফ মজা করছিলেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর