মিলল না জামিন, আরো তিনদিন NCB র নজরবন্দি হয়েই কাটাতে হবে শাহরুখ-পুত্র আরিয়ানকে

বাংলাহান্ট ডেস্ক: মাদক কাণ্ডে জামিন পেলেন না শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান (aryan khan)। শনিবার একটি বিলাসবহুল ক্রুজের মাদক পার্টি থেকে তাঁকে আটক করেছিল নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো। রবিবার জেরার পরেই গ্রেফতার হন আরিয়ান। সোমবার তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়া হয়। কিন্তু জামিন পেলেন না আরিয়ান।

আগামী ৭ অক্টোবর পর্যন্ত NCB হেফাজতেই থাকতে হবে তাঁকে। আরিয়ানের মোবাইল ফোনে নাকি বেশ কিছু প্রামাণ‍্য নথি মিলেছে। যার জন‍্য তদন্তের স্বার্থে আরো কিছুদিন NCB হেফাজতেই কাটাতে হবে তাঁকে। গ্রেফতারের পর NCB র তরফে বলা হয়েছিল একদিন মাত্র আরিয়ানকে নিজেদের হেফাজতে রাখবে তারা।

IMG 20211004 113758
কিন্তু এরপরেই আরিয়ানের বাজেয়াপ্ত করা মোবাইল ফোন থেকে একাধিক প্রমাণ পাওয়া যায়। মাদক কাণ্ডে আরো এক ধৃত আরবাজ শেঠ মার্চেন্টের ফোন থেকেও নাকি একই ব‍্যক্তির নাম পাওয়া গিয়েছে।অনুমান করা হচ্ছে এই ব‍্যক্তিই তাঁদের মাদক সরবরাহ করত। সে কারণে সোমবার সকালেই শোনা গিয়েছিল আরো কিছুদিনের জন‍্য আরিয়ানকে নিজেদের হেফাজতে রাখার আবেদন করতে পারে NCB।

শনিবার মধ‍্যরাতে একটি বিলাসবহুল ক্রুজ থেকে হাতেনাতে পাকড়াও করা হয় কিং খান পুত্র সহ ১০ জনকে। টানা ১৬ ঘন্টা জেরার পর আরিয়ান সহ আরো দুজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো।
জেরায় আরিয়ান মাদক সেবনের কথা স্বীকার করে নিয়েছেন বলেও দাবি করা হয়েছে NCB র তরফে।

ক্রুজ থেকে ১৩ গ্রাম কোকেন, ৫ গ্রাম এমডি, ২১ গ্রাম চরস, ২২ টি এমডিএমএ পিলস এবং নগদ ১ লক্ষ ৩৩ হাজার টাকা উদ্ধার হয়েছে। ক্রুজে উপস্থিত মেয়েদের স‍্যানিটারি প‍্যাডের মধ‍্যে, ওষুধের বাক্সে, পোশাক এমনকি অন্তর্বাসের সেলাইয়ের মধ‍্যেও মাদক লুকনো ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট আইনের আওতায় সেকশন ৮(সি), ২০(বি), ২৭ ও ৩৫ ধারায় মামলা দায়ের হয়েছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর