‘আর একটাও মসজিদ হারাতে চায় না’, জ্ঞানবাপি মসজিদ ইস্যুতে বিস্ফোরক ওয়াইসি

বাংলাহান্ট ডেস্ক : জ্ঞানবাপী মসজিদ নিয়ে দীর্ঘদিন ধরেই তুঙ্গে বিতর্ক। এবার জ্ঞানবাপী মসজিদের ব্যাপারের সিদ্ধান্তকে উপাসনা স্থান আইন ১৯৯১ এর ঘোর লঙ্ঘন বলে দাবি করলেন অল ইন্ডিয়া মজলিশ ই ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM) প্রধান তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।

ওয়াইসি বলেন, ‘কোনও ব্যক্তি কোনও ধর্মীয় সম্প্রদায় বা তার কোনও ধর্মীয় শ্রেণীর উপাসনা স্থলকে একই ধর্মীয় সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণীর বা ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়ে রূপান্তরিত করতে পারেন না।’

বৃহস্পতিবার বিকেলে বারাণসীর একটি আদালত জ্ঞানবাপী মসজিদের ব্যাপারে রায় দিয়ে জানান যে মসজিদের ভিতরে জরিপের এবং সমীক্ষার কাজ চালাতে পারবেন বিশেষজ্ঞরা। এই জরীপের রিপোর্ট আগামী ১৭ মে জমা দেওয়ার কথা। এবার এই ইস্যুতেই সরব হয়েছেন এআইএমআইএম কর্তা।

তাঁর মতে, ‘বারাণসী আদালতের এই সিদ্ধান্ত বাবরি মসজিদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের দেওয়া সিদ্ধান্তের লঙ্ঘন। নিম্ন আদালতের রায়টি উপাসনাস্থল আইন ১৯৯১ কেও লঙ্ঘন করছে। বাবরি মসজিদের পর আরও একটি মসজিদ হারাতে চাই না আমরা।’ তাঁকে আরও বলতে শোনা যায়, ‘এটি প্রকাশ্য আইন লঙ্ঘন। আমি আশা করছি অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড এবং মসজিদ কমিটি এটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে।’

অন্যদিকে বৃহস্পতিবার বিকেলেই আদালত সাফ জানিয়ে দিয়েছে যে জ্ঞানবাপি মসজিদের সমীক্ষার জন্য নিযুক্ত কমিশনার অজয় ​​মিশ্রকে বদলানো হবে না। তাঁরা ছাড়াও, আদালত বিশাল সিং এবং অজয় ​​প্রতাপকে দুই সমীক্ষা কমিশনার হিসাবে যুক্ত করেছে। আদালত আরও জানিয়েছে, জরিপ চলাকালীন প্রয়োজনে মসজিদের ভেতরে গিয়ে ভিডিওগ্রাফি করতে পারবেন আধিকারিকরা।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর