IPL 2023-এর ১ সপ্তাহ আগে নতুন ফ্যান্টাসি অ্যাপ লঞ্চ আশনীর গ্রোভারের! রয়েছে বিশাল অর্থ জয়ের সুযোগ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: জনপ্রিয় রিয়‍্যালিটি শো, ‘শার্ক ট্যাঙ্ক’-এর প্রথম মরশুমের দৌলতে ভারত পে-এর (BharatPe) সহ-প্রতিষ্ঠাতা আশনীর গ্রোভারের (Ashneer Grover) সম্পর্কে সকলেই জেনে গিয়েছেন। রাতারাতি সেলিব্রেটি হয়ে যাওয়া আশনীর বর্তমানে নিজের নতুন উদ্যোগ থার্ড ইউনিকর্ন প্রাইভেট লিমিটেডের (Third Unicorn Pvt Ltd) তরফ থেকে একটি ফ্যান্টাসি স্পোর্টস অ্যাপ ‘ক্রিক পে’ (Crickpe) লঞ্চ করেছেন। ৩১শে মার্চ থেকে শুরু হতে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ১৬তম সংস্করণের প্রায় এক সপ্তাহ আগে এই উদ্যোগ নিয়েছেন তিনি।

এই নতুন উদ্যোগের মাধ্যমে আশনীর ফ্যান্টাসি স্পোর্টস স্টার্টআপ দুনিয়া, যা আগে থেকেই ড্রিম ইলেভেন (Dream11), মোবাইল প্রিমিয়ার লিগ (MPL), মাই ইলেভেন সার্কেলের (My11Circle) মতো খ্যাতনামাদের ভরা, সেই জগতে প্রবেশ করেছেন। টাইগার গ্লোবাল, সিকোইয়া ক্যাপিটাল, টিপিজি, ফ্যালকন এজ, ডিএসটি গ্লোবালের মতো বিশাল বিনিয়োগকারীদের বিরুদ্ধে মাঠে নেমেছেন তিনি।

অ্যাপটি চালু করার ঘোষণা দিয়ে একটি টুইটে আশনীর নিজে বার্তা দিয়েছেন: “ক্রিকপে! আইপিএলের পর ক্রিকেটের জগতে সবচেয়ে বড় বিপ্লব। একমাত্র এমন প্ল্যাটফর্ম যেখানে ফ্যান্টাসি খেলা ক্রিকেটারদের পারফরম্যান্সের জন্য অর্থ প্রদান করা হয়! যেখানে আপনি জিতবেন, ক্রিকেটাররাও জিতবে, ক্রিকেটও জিতবে !!” জানা গিয়েছে এই অ্যাপটি যে কোনও পাবলিক বা বেসরকারী প্রতিযোগিতার জন্য প্রাপ্ত মোট তহবিলের ১০ শতাংশ প্ল্যাটফর্ম ফি হিসাবে চার্জ করবে। তবে কয়েকটি ক্ষেত্রে এটি ব্যবহারকারীদের বিনামূল্যে প্রতিযোগিতায় প্রবেশ করতে দেবে।

আশনীর এমনিতেই তার তিক্ত এবং কটাক্ষ ভরা মন্তব্যের জন্য নেঠিজেনদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছিলেন। বারবার তার মন্তব্যের কারণে তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তিনি যখন শার্ক-ট্যাঙ্ক রিয়্যালিটি শো-এর দ্বিতীয় মরশুমে ইনভেস্টর অংশগ্রহণ করেননি তখন সেই নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক।

প্রসঙ্গত আইপিএল শুরু হতে বাকি আর মাত্র এক সপ্তাহ। প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি নিজেদের বেশিরভাগ ক্রিকেটারদের নিয়ে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে। তিন বছর বাদে আবারও স্বাভাবিকভাবে আয়োজিত হতে চলেছে আইপিএল। তাই এবারের মিলিয়ন ডলার লিগটি নিয়ে সমর্থকদের উৎসাহ অত্যন্ত বেশি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর