এক ধাক্কায় এই তিন কিংবদন্তির রেকর্ড ভাঙবেন অশ্বিন! কেপটাউনে ম্যাজিকের অপেক্ষায় ভক্তরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কেপটাউনের নিউল্যান্ডসে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলা সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি শুরু হবে আগামীকাল। এই ম্যাচটি ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের জন্য স্মরণীয় হয়ে উঠতে পারে। ভারতের প্রধান স্পিনার এই টেস্টে ভাঙতে পারেন একসাথে তিনজন কিংবদন্তির রেকর্ড। সেই সঙ্গে শীঘ্রই তার সামনে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী হয়ে উঠার সুযোগ থাকলে। নিজের সেরাটা দিলে কেপটাউন টেস্টেই তার স্বপ্ন পূরণ হতে পারে।

ভারতীয় দল থেকে সবচেয়ে বেশি টেস্ট উইকেট নেওয়ার রেকর্ড অনিল কুম্বলের নামে। দীর্ঘতম ফরম্যাটে ৬১৯ টি উইকেট নিয়েছেন এই প্রাক্তন স্পিনার। বিশ্ব ক্রিকেটের হিসাবে কুম্বলের সামনে রয়েছেন তিনজন। ভারতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় দুই নম্বরে আছেন কপিল দেব, যিনি এই ফরম্যাটে ৪৩৪ টি উইকেট নিয়েছেন। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্দ্যে শেষ টেস্টে ৫ উইকেট নিলে কপিল দেব-কে ছাড়িয়ে যাবেন অশ্বিন।

kapil dev ashwin

রবিচন্দ্রন অশ্বিন যদি কেপটাউন টেস্টে আরও ৫ উইকেট পান, তবে শুধু ভারতের কপিল দেব নন, শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ (৪৩৩ উইকেট) এবং নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলির (৪৩১ উইকেট) রেকর্ডও ভাঙবেন অশ্বিন। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই পেছনে ফেলেছেন হরভজনকে, যার আন্তর্জাতিক উইকেটের সংখ্যা ৪১৭।

সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেট সংগ্রাহকদের তালিকা:
১. মুথাইয়া মুরালিধরন – ৮০০ উইকেট (শ্রীলঙ্কা)
২. শেন ওয়ার্ন – ৭০৮ উইকেট (অস্ট্রেলিয়া)
৩. জেমস অ্যান্ডারসন – ৬৪০ উইকেট (ইংল্যান্ড) ৪.অনিল কুম্বলে – ৬১৯ উইকেট (ভারত)
৫. গ্লেন ম্যাকগ্রা – ৫৬৩ উইকেট (অস্ট্রেলিয়া)
৬. স্টুয়ার্ট ব্রড – ৫৩১ উইকেট (ইংল্যান্ড)
৭. কোর্টনি ওয়ালশ – ৫১৯ উইকেট (ওয়েস্ট ইন্ডিজ)
৮. ডেল স্টেইন – ৪৩৯ উইকেট (দক্ষিণ আফ্রিকা)
৯. কপিল দেব – ৪৩৪ উইকেট (ভারত)
১০. রঙ্গনা হেরাথ – ৪৩৩ উইকেট (শ্রীলঙ্কা)
১১. স্যার রিচার্ড হ্যাডলি – ৪৩১ উইকেট (নিউজিল্যান্ড)
১২. রবিচন্দ্রন অশ্বিন – ৪৩০ উইকেট (ভারত)
১৩. শন পোলক – ৪২১ উইকেট (দক্ষিণ আফ্রিকা)
১৪. হরভজন সিং – ৪১৭ উইকেট (ভারত)

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর