শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে বড় রেকর্ডের হাতছানি অশ্বিনের সামনে, টপকে যাবেন এই কিংবদন্তিকে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি টোয়েন্টি সিরিজে দাপট দেখিয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ভারত। এরপর দুই দেশের মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে যার প্রথম ম্যাচটি আগামীকাল অর্থাৎ ৪ঠা মার্চ সকাল ৯.৩০ থেকে শুরু হবে। ভারতীয় দলে কিংবদন্তির পর্যায়ে পৌঁছে যাওয়া অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এই সিরিজে নিজের নামে একটি বড় রেকর্ড যুক্ত করবেন, যা ভারতীয় ক্রিকেট ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেই এই বড় কৃতিত্ব অর্জন করতে পারেন অশ্বিন!

প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেবের টপকে যাওয়ার বড় সুযোগ থাকছে রবিচন্দ্রন অশ্বিনের সামনে। রবিচন্দ্রন অশ্বিন যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ৫ উইকেট পান, তাহলে তিনি কপিল দেবের কেরিয়ারের উইকেট সংখ্যাকে ছাড়িয়ে যাবেন যার জন্য অধীর আগ্রহে ভক্তরাও অপেক্ষা করে আছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ৫ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে উঠবেন রবিচন্দ্রন অশ্বিন।

Ravi Ashwin,Kapil Dev,India vs Sri Lanka,Team India

প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবের নামের পাশে টেস্ট উইকেট রয়েছে ৪৩৪টি। রবিচন্দ্রন অশ্বিনের এই মুহূর্তে টেস্ট উইকেট সংখ্যা ৪৩০। যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ৫ উইকেট পান অশ্বিন, তাহলে তিনি ৪৩৫ উইকেট নিয়ে কপিল দেবের রেকর্ড ভেঙে দেবেন। তার আগে থেকে যাবেন শুধুমাত্র কিংবদন্তি ভারতীয় লেগস্পিনার অনিল কুম্বলে, যিনি ৬১৯ টি টেস্ট উইকেট নিয়েছেন।

টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট

১. অনিল কুম্বলে: ৬১৯ টেস্ট উইকেট

২. কপিল দেব: ৪৩৪ টেস্ট উইকেট

৩. রবিচন্দ্রন অশ্বিন: ৪৩০ টেস্ট উইকেট*

৪. হরভজন সিং: ৪১৭ টেস্ট উইকেট

৫. ইশান্ত শর্মা এবং জাহির খান: ৩১১ টেস্ট উইকেট