মমতার পথেই! দুর্গাপুজোর কমিটিগুলিকে ১০ হাজার টাকা অনুদানের ঘোষণা বিজেপির

বাংলা হান্ট ডেস্ক: বাংলার সমস্ত দুর্গাপুজো (Durga Puja) কমিটিগুলিকে ৭০ হাজার টাকা করে অনুদান‌ দিচ্ছে পশ্চিমবঙ্গ (West Bengal) সরকার। এই নিয়ে বিরোধিতা করেছে বিজেপি (BJP)। কিন্তু সেই বিজেপি শাসিত রাজ্য অসমে (Assam) দুর্গাপুজো কমিটিগুলিকে ১০ হাজার টাকা করে অনুদানের ঘোষণা করেছে হেমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) সরকার।

মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী (Chief Minister) মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। সে রাজ্যের ৬,৯৫৩টি পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এই নিয়ে অসমের পর্যটন মন্ত্রী জয়ন্ত বড়ুয়া বলেন, ‘মন্ত্রিসভার সম্মতিক্রমে প্রতিটি পুজো কমিটিকে ১০ হাজার টাকা (Ten Thousand Rupees) করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী।’ শুধু তাই নয়, এছাড়াও ওই বৈঠকে এক নতুন কর্মসূচি নেওয়া হয়েছে সরকারের তরফে। ঠিক হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পাঁচ দিন-পাঁচ রাত নির্দিষ্ট একটি করে গ্রামে থাকবেন রাজ্যের মন্ত্রীরা। তারপর ৪০০টি নতুন বিদ্যালয় তৈরির শিলান্যাস হবে। পুরোনো স্কুল ভবনগুলির সংস্কারের জন্য ৭ কোটি টাকা করে বরাদ্দও করা হয়েছে। এ ছাড়াও একগুচ্ছ সরকারি প্রকল্প আসছে বলে জানিয়েছেন অসমের পর্যটন মন্ত্রী।

himanta

এই অনুদান প্রসঙ্গে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, ‘আমি যা শুনেছি, তাতে মন্ত্রিসভার সিদ্ধান্তে দুর্গাপুজোয় আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। এখানে যেমন তৃণমূলের মালকিন (Mamata Banerjee) নিজের ইচ্ছেমতো কাকে টাকা দেবেন ঠিক করেন, সেটা ওখানে হয় না।’ সুকান্ত আরও বলেন, ‘অসমের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পান। আমাদের মুখ্যমন্ত্রীর ভাষায় তাঁদের কাউকে মহার্ঘ ভাতার জন্য ‘ঘেউ-ঘেউ’ করতে হয় না। সুতরাং, অসম সরকার যা পারে বাংলার তৃণমূল সরকার তা পারে না।’

Avatar
Monojit

সম্পর্কিত খবর