অসমের নাগরিক পঞ্জিকা থেকে বাদ যাওয়া বাংলাভাষীদের দেশে ফিরিয়ে দিতে রাজি নয় শেখ হাসিনা

বাংলাহান্ট ডেস্ক: শনিবার প্রকাশিত হয়েছে অসমের চূড়ান্ত জাতীয় নাগরিক তালিকা। ওই তালিকায় প্রায় ১৯ লক্ষ মানুষের নাম নেই। যদিও বলা হয়েছে এই চূড়ান্ত নাগরিক তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছেন, তারা চাইলেই নিজেদের ভারতীয় প্রমাণ করতে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। ট্রাইব্যুনালেও যদি হেরে যান, তাহলে এই রায়কে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে যেতে পারেন। কিন্তু এই সময় প্রক্রিয়াটির মধ্যে দিয়ে ঠিক কতজন যেতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে। বা কতজন নিজেদের ভারতীয় প্রমাণ করতে পারবেন তা নিয়েও রয়েছে সংশয়।

ias4sure.com Assam NRC Issue

অসমের নাগরিক তালিকা থেকে বাদ পড়া বহু মানুষ বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে এসে অসমে দীর্ঘদিন বসবাস করছিলেন। অন্যদিকে মায়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে যাওয়া বহু রোহিঙ্গা বাংলাদেশে ছাড়তে রাজি হচ্ছে না। মায়ানমার থেকে বাংলাদেশ যাওয়া ওই মানুষদের দেশের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। তারপরে কি ওষুধ নাগরিক তালিকা থেকে বাদ পড়া মানুষদেরও এই তকমা দেওয়া হবে?

অন্যদিকে শেখ হাসিনা অসমের চূড়ান্ত নাগরিক পঞ্জিকা বের হওয়ার আগেই দিল্লিতে জানিয়েছিলেন, যে তিনি কোনোভাবেই অসুবিধা কার দুই প্রজন্মের দেশের নাগরিকদের বাংলাদেশে গ্রহণ করবেন না। এখন দেখার বিষয় এই, যে অসমের চূড়ান্ত নাগরিক তালিকা থেকে বাদ পড়া কতজন মানুষ নিজেদের ভারতীয় প্রমাণ করতে পারেন এবং যদি না পারেন তাহলে তাদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

সম্পর্কিত খবর