“চিন্তা করবেন না নাগরিকত্ব নিয়ে, গ্যারেন্টার আমি,” NRC নিয়ে ফের স্বস্তির বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : সংগঠন মজবুত করার লক্ষ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মালদহ ও মুর্শিদাবাদ জেলার জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তাদের নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বৈঠক করেন মালদহ কলেজের অডিটোরিয়ামে।

প্রশাসনিক এই বৈঠকে মুখ্যমন্ত্রী ফের একবার এনআরসি নিয়ে বার্তা দিলেন। বৈঠক থেকে তিনি বললেন, “কোনও এনআরসি হবে না এখানে। নিশ্চিন্ত থাকুন নাগরিকত্ব নিয়ে। গ্যারেন্টার আমি।” বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বহুবার নাগরিকত্ব বিল বা NRC নিয়ে সরব হয়েছেন।

একাধিক বার তিনি বলেছেন যে বাংলার সরকার এনআরসি করতে দেবে না। তবে রাজনৈতিক মহল মনে করছে বৃহস্পতিবার সীমান্তলা জেলা মালদায় মুখ্যমন্ত্রীর নতুন করে এই বার্তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এদিনের সভায় একজন জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রীর কাছে নাগরিকত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সেই জনপ্রতিনিধির জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “কাউকে ভাবতে হবে না নাগরিকত্ব নিয়ে। এখানে ওসব হবে না। তার গ্যারেন্টার আমি।” এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী ভোটাধিকার নিয়েও সতর্ক থাকার পরামর্শ দেন। সবাইকে ভোটার তালিকায় নাম তোলার জন্য অনুরোধ করেন।

NRC assam 1280x720 1

মালদায় প্রশাসনিক বৈঠকে আজ মুখ্যমন্ত্রী বলেন, “এই কাগজ, সেই কাগজ খোঁজা হচ্ছে। কোনও কাগজ না থাকলেই বিদেশি বানিয়ে দেবে আপনাকে। পাঠিয়ে দেবে ডিটেনশন ক্যাম্পে। আসামে যেমন করেছে।” পাশাপাশি ১০ বছর অন্তর আধার কার্ড আপডেট করার পরামর্শও দেন তিনি।

 

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর