এবার থেকে অফিসে বসেও করা যাবে মধ্যপান! বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, খুশি কর্মীরা

বাংলাহান্ট ডেস্ক : ভারতে অফিসে বসে মদ্যপান করার কথা আমরা কেউ ভাবতেই পারি না। এমনকি কর্তব্যরত অবস্থায় বাইরে গিয়ে মদ্যপান করাও নিষিদ্ধ বহু সংস্থায়। তবে এবার হরিয়ানার কর্পোরেট সংস্থাগুলি বদল আনতে চলেছে এই নিয়মে। সংস্থার কর্মীরা এবার অফিসে বসেই সুযোগ পাবেন মদ্যপান (Alcohol) করার।

কর্মীরা অফিসে কাজের ফাঁকেই বিয়ার, ওয়াইন-সহ বেশ কিছু সুরার আনন্দ উপভোগ করতে পারবেন। বিদেশে দেখা যায় কম অ্যালকোহলের মদ কর্মীরা অফিসে বসেই পান করতে পারেন। নাগরিকদের প্রকাশ্যেও কম অ্যালকোহলিক মদ খেতেও দেখা যায় বিদেশে। তবে ভারতে এই ছবি সম্পূর্ণ উল্টো।

কিন্তু হরিয়ানা সরকার সম্প্রতি এমনই নির্দেশ জারি করেছে। সে রাজ্যে সম্প্রতি পাশ হয়েছে এক্সাইস পলিসি। এই পলিসির নীতি অনুযায়ী, রাজ্যের কর্পোরেট সংস্থাগুলি তাদের কর্মীদের বিয়ার বা ওয়াইন জাতীয় অ্যালকোহল সরবরাহ করতে পারবে। এছাড়াও কম অ্যালকোহলের মাত্রাযুক্ত মদ কর্মীরা অফিসে বসেই পান করতে পারবেন।

পাশাপাশি এক্ষেত্রে রাখা হয়েছে কিছু শর্তও। যে সংস্থায় এই নিয়ম কার্যকর হবে সেই সংস্থার ন্যূনতম ৫ হাজার কর্মী থাকতে হবে। এক লক্ষ বর্গ ফিটের বেশি হতে হবে অফিসের আয়তন। জানানো হয়েছে এই সুযোগ পাওয়ার জন্য ট্যাক্স হিসেবে প্রতি বছর সংস্থাগুলিকে সরকারকে দিতে হবে দশ লক্ষ টাকা। তারপরই পাওয়া যাবে লাইসেন্স।

Office,Haryana Employees,Alcohol,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

যেমন ভাবে মদের দোকান বা বারকে মদ বিক্রির লাইসেন্স দেওয়া হয়, তেমনই অফিসগুলিকে লাইসেন্স দেওয়া হবে। সরকারি তরফে একটি তালিকা প্রকাশ করে জানানো হয়েছে কোন ধরনের পানীয় কোম্পানি তাদের কর্মীদের দিতে পারবে। দুই শতাংশের কম অ্যালকোহল রয়েছে এমন পানীয়ের নামই উল্লেখ রয়েছে সেই তালিকায়।