বয়স মাত্র ১৫, এই বয়সেই BA ফাইনাল পরীক্ষায় বসছেন বিস্ময় ছাত্রী! উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক: তাঁর বয়স মাত্র ১৫ বছর। সবাই যখন এই সময়ে মাধ্যমিক পরীক্ষা দেয় ততদিনে তিনি স্কুলের গন্ডি ছাড়িয়ে BA ফাইনাল পরীক্ষা পর্যন্ত পৌঁছে গিয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরের বাসিন্দা ১৫ বছরের তানিষ্কা সুজিত এবার BA ফাইনাল পরীক্ষায় বসতে চলেছেন। অর্থাৎ, মাত্র ১৫ বছর বয়সেই স্নাতকের পর্ব শেষ করতে চলেছেন এই বিস্ময় ছাত্রী।

প্রথম থেকেই অত্যন্ত মেধাবী তানিষ্কা পড়াশোনার দিক থেকে টেক্কা দিয়েছিলেন তাঁর সমবয়সীদের। দশম শ্রেণিতে দুর্দান্ত রেজাল্ট করার পরে মাত্র ১৩ বছর বয়সেই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশ করেছিলেন তানিষ্কা সুজিত। এমতাবস্থায়, সংবাদসংস্থা PTI সূত্রে জানা গিয়েছে, তানিষ্কা ইন্দোরের দেবী আহলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

এই প্রসঙ্গে দেবী আহলিয়া বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সাইন্স বিভাগের প্রধান রেখা আচার্য জানিয়েছেন, প্রবেশিকা পরীক্ষায় ভালো ফলাফল করায় মাত্র ১৩ বছর বয়সেই সাইকোলজি নিয়ে BA পড়ার জন্য তানিষ্কাকে ভর্তি নেওয়া হয়। আপাতত BA ফাইনাল ইয়ারের পরীক্ষায় তিনি বসতে চলেছেন। আগামী ১৯ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত তাঁর পরীক্ষা চলবে। পাশাপাশি তানিষ্কা ভবিষ্যতে আইন নিয়ে পড়াশোনা করতে চান। শুধু তাই নয়, ভবিষ্যতে তাঁর লক্ষ্য হল দেশের প্রধান বিচারপতি হওয়া। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২০ সালে করোনায় বাবাকে হারান তানিষ্কা। এই অপূরণীয় ক্ষতির পরেও ভেঙে পড়েননি তিনি। বরং, নিজের লক্ষ্যে অবিচল থেকেছে এই কিশোরী।

উৎসাহিত করেন প্রধানমন্ত্রী: গত ১ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ভোপালে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে গিয়েছিলেন, তখন তানিষ্কা তাঁর সঙ্গে দেখা করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ১৫ মিনিট যাবৎ কথা বলেন। সেইসময় তানিষ্কা প্রধানমন্ত্রীকে জানান, BA পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি আমেরিকায় আইন নিয়ে পড়তে চান। সেখানে পড়াশোনা শেষ করে দেশে ফিরতে চান তানিষ্কা। যাতে তিনি এখানে প্রধান বিচারপতি হয়ে তাঁর লক্ষ্যপূরণ করতে পারেন।

11 04 2023 tanishka 2 23382271 102118318

পাশাপাশি তানিষ্কা আরও জানান, “আমার লক্ষ্য সম্পর্কে জানার পর প্রধানমন্ত্রী আমাকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেন। যাতে আমি সেখানে আইনজীবীদের কাজ দেখতে পারি। এটি আমাকে আমার লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করবে।” এছাড়াও, তানিষ্কা বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা আমার কাছে স্বপ্নপূরণের মতো ছিল।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর