টানা তিনদিন, আবারও চাঙ্গা হল শেয়ার বাজার, পারদ চড়ল নিফটির

বাংলা হান্ট ডেস্ক : শেষ কয়েক মাসে শেয়ার বাজারের বাজার দর বেশ ভালই গেল। যদিও গেল বললে ভুল হয় কারণ এখনও যাচ্ছে। বছরের পড়ন্ত বেলায় এমনিতেই দেশের আর্থিক অবস্থা যে ভাবে ধাক্কা খেয়েছে তার তুলনায় কিন্তু শেয়ার বাজারের দিকটি একটু হলেও ভাল। মঙ্গল বুধবারের পর বৃহস্পতিবার টানা তিন দিন ধরে শেয়ার বাজারের পারদ ঊর্ধ্বমুখী।idfc bank think

তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে নিফটি। তাই তো ইয়েস ব্যাঙ্কের মতো আরও তিরিশটি কোম্পানি শেয়ার বাজারে লাভের মুখ দেখেছে। টিসিএস টাটা মোটর্স ভারতী এয়ারটেল এম অ্যান্ড এম আরআইএল এর মতো বেশ নামি দামি কোম্পানিগুলি রয়েছে সেই তালিকায়। যদিও তাঁদের মধ্যে ইয়েস ব্যাঙ্কের বাজার দর অনেকটাই ভাল।

জানা গিয়েছে বৃহস্পতিবার দিনের শেষে সেনসেক্সের পারদ চড়ে হয়েছিল 41,719.29 সেই একই সঙ্গে নিফটির পয়েন্ট চড়ে গিয়ে দাঁড়ায় 12,268.35 , 17 ডিসেম্বর অর্থাত্ মঙ্গলবার শেয়ার বাজার হঠাত্ করে এতটাই চাঙ্গা হয়ে যায় যে সেনসেক্স এক ধাক্কায় পৌঁছে যায় 41, 352। অন্য দিকে সে দিন নিফটির পারদ চড়তে চড়তে পৌঁছে গিয়েছিল 12,182.75।

অর্থা টানা তিন দিন ধরে টাটা মোটরস টাটা স্টিল ভারতী এয়ারটেল বেদান্ত এইচডিএফসির মতো কোম্পানিগুলির শেয়ার বাজারে দাম চড়ে হয়েছিল 4.38। কিন্তু তার তুলনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, বাজাজ অটো । আসলে শেয়ার বাজারের এই ঊর্ধ্বমুখী পারদ চড়ার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ইমপিচমেন্ট করাকেই বড় করে দেখা হচ্ছে।

যদিও নভেম্বরের শুরু থেকেই শেয়ার বাজারে পারদ অনেকটাই চড়েছে।যদিও টাকার দাম অনেকটাই কমেছে, তবে বুধবার যে শেয়ার বাজারের পারদ চড়বে তা মোটেও বুঝতে পারেনি ব্যবসায়ীরা , তাই জ্বালানি তেল, গ্যাস শক্তি স্বাস্থ্য ও শিল্প সহ বেশ কয়েকটি ক্ষেত্রে শেয়ারের পারদ চড়েছে।

 

 

সম্পর্কিত খবর