মাসিক ১০ হাজার টাকা পেনশন দিচ্ছে এই সরকারি স্কিম, সুবিধা নিতে আজই করুন যোগাযোগ

বাংলা হান্ট ডেস্কঃ আর্থিক সংকট বর্তমানে সারা বিশ্বে। বেশিরভাগ লোকেরা তাই অবসর নেওয়ার পরবর্তী সময়ের জন্য পরিকল্পনা করেন। ফলে প্রাইভেট চাকরি কিংবা ছোট ব্যবসায়ীরা তাদের নিজস্ব খরচ সামলে রিটায়ারের পরের সঞ্চয় করতে মুশকিলে পড়ে। বর্তমানে আপনিও যদি অবসর গ্রহণের পরে পেনশন নিয়ে ভাবছেন, তাহলে অটল পেনশন যোজনা বেশ লাভদায়ক হতে চলেছে।

কম বিনিয়োগেও আপনি সুবিধা পেতে পারেন ফলে এই স্কীমটি আরও আকর্ষণীয় দেখাচ্ছে। বর্তমানে, অটল পেনশন যোজনার ভিত্তিতে সরকার 60 বছর পর প্রতি মাসে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত পেনশনের কথা বলে। অর্থাৎ, আপনি বার্ষিক 60,000 টাকা পেনশন পেতে পারেন। অর্থাৎ কোনো স্বামী-স্ত্রী উভয়েই যদি বিনিয়োগ করেন তবে তারা বার্ষিক 1,20,000 টাকা এবং মাসিক 10,000 টাকা পেনশন পাবেন। সরকারের এই প্রকল্পে 40 বছর বয়স পর্যন্ত একজন ব্যক্তি আবেদন করতে পারবেন।

অটল পেনশন যোজনার উদ্দেশ্য সকল শ্রেণীকে পেনশনের আওতায় আনা। এই প্রকল্পের অধীনে অবসর নেওয়ার পর প্রতি মাসে অ্যাকাউন্টে আপনি 1 হাজার থেকে 5 হাজার টাকা পেনশন পেতে পারেন। প্রতি 6 মাসে যদি মাত্র 1239 টাকা বিনিয়োগ করেন তবে রিটায়ার করার পর প্রতি মাসে 5000 টাকা আজীবন পেনশন আপনি পাবেন অর্থাৎ বার্ষিক 60,000 টাকা।

বর্তমান নিয়ম অনুসারে যদি 18 বছর বয়সে মাসিক পেনশনের জন্য স্কিমে 5000 টাকা যোগ করা হয়, তাহলে আপনাকে প্রতি মাসে 210 টাকা দিতে হবে। প্রতি তিন মাসের হিসেব সেখানে মাত্র 626 টাকা এবং ছয়মাসের মূল্য 1,239 টাকা। মাসে 1,000 টাকা পেনশন পেতে হলে আপনাকে 18 বছর বয়স থেকে প্রতি মাসে 42 টাকা করে দিতে হবে।

এবার কেউ যদি 5 হাজার পেনশনের জন্য 35 বছর বয়সে যোগ দেন, তাহলে বাকি 25 বছরের জন্য তাকে প্রতি 6 মাসে 5,323 টাকা জমা দিতে হবে। ফলে তার মোট বিনিয়োগ হবে 2.66 লক্ষ টাকা যার উপর তিনি 5 হাজার টাকা মাসিক পেনশন পাবেন। যেখানে 18 বছর বয়স থেকে জমাতে থাকলে মোট বিনিয়োগ এর পরিমাণ হবে মাত্র 1.04 লক্ষ টাকা। অর্থাৎ, 35 বছরে বিনিয়োগ শুরু করলে আপনাকে 1.60 লক্ষ টাকা বেশি বিনিয়োগ করতে হবে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর