এটিকে মোহনবাগানের নতুন থিম সং গাওয়ায় মেরিনার্সদের ক্ষোভের শিকার রুপম ইসলাম

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এটিকে মোহনবাগানের জন্য তৈরি হয়েছে নতুন গান। কিন্তু সেই গান গেয়ে এবার মেরিনার্সদের সমালোচনার শিকার হচ্ছেন তারকা সঙ্গীতশিল্পী রূপম ইসলাম, যিনি নিজেকে একজন সবুজ মেরুণ সমর্থক হিসাবে দাবিও করে থাকেন। কিন্তু এবার থেকে সবুজ মেরুণ শিবিরের নতুন অ্যান্থম হিসাবে পরিচিতি পেতে চলা এই গান নিয়ে সন্তুষ্ট নন সমর্থকরা।

যারা এটিকে সমর্থক তারা অবশ্য কোনও প্রতিবাদ জানাননি কিন্তু নতুন এই থিম সং সামনে আশা মাত্র ফের একবার রিমুক এটিকে স্লোগান তুললো আদি অকৃত্রিম মোহনবাগানের সমর্থকরা। এই ক্লাবের সমর্থকদের দাবি হলো যে তাদের নতুন করে কোনও গানের প্রয়োজন নেই এবং তাদের ক্লাবের জন্য লেখা পুরনো গান ‘আমাদের সূর্য মেরুন’ গানটি নিয়েই তারা সন্তুষ্ট।

সমর্থকরা মনে করছেন মূলত ব্র্যান্ডিংয়ের কারণেই রূপম ইসলামের মতো তারকা ঘরানার গায়কে দিয়ে এই গান গাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। রূপম ইসলাম নিজে একাধিকবার জানিয়েছেন যে বাচ্চা বয়স থেকে তিনি মোহনবাগান সমর্থক। এই কাজটি তিনি আবেগ থেকেই করেছেন। কিন্তু তাতে ক্ষোভ কমছে না সমর্থকদের।

এদিকে গতকালের ম্যাচে হারের পর ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বর স্থানেই রয়ে গেল এটিকে মোহনবাগান। মুম্বাই সিটি ২৭ ও হায়দরাবাদ এফসি ২৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। টানা দুই ম্যাচে জয় পেতে ব্যর্থ হলো এটিকে মোহনবাগান।

গতকাল নর্থইস্ট ইউনাইটেড চলতি আইএসএলে নিজেদের ১১ তম ম্যাচ খেলতে নেমেছিল। এর আগের ১০টি ম্যাচের ১০টি-তেই হারের মুখ দেখতে হয়েছিল তাদের। এই ১০ ম্যাচে মোট ২৭ গোল হজম করেছিল তারা। কিন্তু কাল এটিকে মোহনবাগানের বিরুদ্ধে গোল না খেয়ে এবং তাদের কলম্বিয়ান স্ট্রাইকার উইলমার জর্ডানের হেডারে ম্যাচ জিতেছে নর্থইস্ট।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর