বিশালের চোট সত্ত্বেও দুরন্ত জয়ে সেমিতে এটিকে মোহনবাগান! এবার প্রতিপক্ষ শক্তিশালী হায়দরাবাদ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল আইএসএলের (ISL 2022/23) প্রথম প্লে-অফ ম্যাচে মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রীর (Sunil Chhetri) বিতর্কিত গোলে বেঙ্গালুরু জয় পেলেও মাঠে তৈরি হয়েছিল চরম বিশৃঙ্খলা। শেষ পর্যন্ত কেরালা ব্লাস্টার্স অতিরিক্ত সময়ের ২০ মিনিট বাকি থাকা সত্ত্বেও দল তুলে নিয়েছিল। এরপর আজ দ্বিতীয় প্লে-অফ ম্যাচে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) বনাম ওড়িশা এফসি (Odisha FC) ম্যাচে কেমনভাবে এগোয় সেইদিকে নজর ছিল ভারতীয় ফুটবলপ্রেমীদের।

কিন্তু এটিকে মোহনবাগানের বিরুদ্ধে বিশেষ প্রতিরোধ গড়ে তুলতে পারল না জোসেফ গামবাউয়ের ওড়িশা। ২-০ ফলে ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গেল সবুজ মেরুণ শিবির। সেমিফাইনালে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে জুয়ান ফেরান্দোর দল। চলতে মরশুমে দুই দলের দুই সাক্ষাতে একবার করে জয় পেয়েছে উভয় দলই।

আজ গোটা ম্যাচে এটিকে মোহনবাগান ডিফেন্সকে সেভাবে বিপাকে ফেলতে পারেনি ওড়িশা। সবুজ মেরুন শিবিরের সমস্যা হয়েছিল অন্য জায়গায়। ম্যাচের মাত্র ১১ মিনিট নাগাদ তারকা ফুটবলার আশিক কুরুনিয়ান গোড়ালিতে চোট পাওয়ায় মাঠ ছাড়তে বাধ্য হন। তার জায়গায় মাঠে আসেন লিস্টন কোলাসো।

ম্যাচের প্রথমার্ধেই গোল করে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। দিমিত্রি পেট্রাটোসের কর্ণার মনবীর ব্যাকফ্লিক করে জটলার মধ্যে পাঠান কিন্তু ওড়িশা ডিফেন্ডাররা সেটি ক্লিয়ার করতে ব্যর্থ হন এবং ফাঁকায় গোল করে যান হুগো বুমো। প্রথমার্ধে এরপর আর কোনও বলার মত ঘটনা ঘটেনি।

hugo liston

দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে ডান পায়ের জোরালো শটে এটিকে মোহনবাগানের দ্বিতীয় গোলটি করেন পেট্রেটোস। কার্ল ম্যাকহিউয়ের তৈরি করা আক্রমণ থেকে ব্যবধান বাড়ান তিনি। কিন্তু এরপর ম্যাচের ৬৬ মিনিট নাগাদ ঘটে যায় একটি মারাত্মক ঘটনা। মারাত্মক আঘাত পেয়ে মাঠেই লুটিয়ে পড়েন এটিকে মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ। তড়িঘড়ি মাঠে আনা হয় অ্যাম্বুলেন্স। কিন্তু কিছুক্ষণ পরে ফের নিজের পায়ে দাঁড়াতে দেখা যায় বিশালকে। তবে বাকি ম্যাচে তাকে না খেলে পরিবর্ত হিসেবে আনোয়ারকে নামিয়ে দেওয়া হয়। শেষপর্যন্ত ম্যাচ শেষ হয় ২-০ ফলেই।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর