এখনই হন সতর্ক! পশ্চিমবঙ্গে হানা ভুয়ো গেমিং অ্যাপ Lotus365-র! মোবাইলে থাকলেই হবেন সর্বশান্ত

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানের স্মার্টফোনের যুগে ইন্টারনেট (Internet) সকলের কাছেই হয়ে উঠেছে সহজলভ্য। যার ওপর ভর করে দেশ-বিদেশের গন্ডি ছাড়িয়ে সারা বিশ্বে কোথায় কি ঘটছে তা এক মুহূর্তেই জানতে পেরে যাই আমরা। তবে, নেটমাধ্যমের দৌলতেই আবার অনেকে বিভিন্ন ক্ষতিরও সম্মুখীন হন। এমতাবস্থায়, যত দিন এগোচ্ছে ততই এহেন ঘটনা রীতিমতো পাল্লা দিয়ে বাড়ছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ভুয়ো অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলি। যেগুলি নিয়মিতভাবে ব্যবহার করে বিপুল অর্থও উপার্জন করছেন অনেকে। যদিও, ওই গেমিং প্ল্যাটফর্মগুলিতেই লুকিয়ে রয়েছে বড় বিপদ। মূলত, কিছু কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেগুলি সরাসরি বেটিংয়ের রাস্তা খুলে দেয় ব্যবহারকারীদের কাছে। এমতাবস্থায়, ওই প্ল্যাটফর্মগুলি নিজেদের ভারতে “বৈধ” হিসেবে ঘোষণা করলেও ভারত সরকারের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জানিয়ে পুরো বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে।

যেখানে জানানো হয়েছে, যারা এহেন দাবি জানাচ্ছে সেগুলি সম্পূর্ণ ভুল। এমতাবস্থায়, ঠিক সেইরকমই এক ভুয়ো অনলাইন গেমিং প্ল্যাটফর্মের সন্ধান মিলল। এমনকি, আমাদের রাজ্যেও ক্রমশ প্রভাব বিস্তারের পথে হাঁটছে ওই গেমিং অ্যাপটি। ওই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এই গেমিং প্ল্যাটফর্মটির নাম হল, “LOTUS365″।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতে এই অ্যাপটির কোনো রেজিস্ট্রেশন নেই। বরং, সংস্থাটি কুরাকো দ্বীপে (Curacao Island)-এ রেজিস্টার্ড হয়ে রয়েছে। এমতাবস্থায়, কোনো বৈধ নথি না থাকলেও রীতিমতো রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে এই সংস্থা। যার ফলে যাঁরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করছেন তাঁদের অর্থ এবং ব্যক্তিগত তথ্যও রীতিমতো পৌঁছে যাচ্ছে এই ভুয়ো প্ল্যাটফর্মে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই সম্প্রতি অন্ধ্রপ্রদেশ, বেঙ্গালুরু এবং মুম্বাই থেকে জুয়াচক্রে জড়িত থাকার জন্য মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বেঙ্গালুরুর সিটি ক্রাইম ব্রাঞ্চের (সিসিবি) ইন্সপেক্টররা গত সপ্তাহে ক্রিকেটের একটি অনলাইন বেটিং র‌্যাকেটের রহস্য উন্মোচন করে। শুধু তাই নয়, ভারত ও বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজের বেটিংকে ঘিরে একজন বুকিকে গ্রেফতারও করেছে।

smartphone gaming scaled

পুলিশ একটি গোপন তথ্য পেয়ে হালাসুরু গেটের জামিয়া মসজিদ রোডে ওই বুকিকে আটক করে এবং একটি মোবাইল ফোন ও টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। তার কাছে নগদ ২ লক্ষ টাকা পাওয়া যায়। শুধু তাই নয়, LOTUS365 মোবাইল অ্যাপ ব্যবহার করেই অনলাইনে বেটিং প্রক্রিয়া চালানো হচ্ছিল বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর