মোমিনপুরে হিন্দুদের দোকানে হামলা, ভাঙচুর করা হল একাধিক গাড়ি! টুইট করে অভিযোগ সুকান্তর

বাংলাহান্ট ডেস্ক : দক্ষিণ কলকাতার মোমিনপুর এলাকায় গতকাল দোকান ও একাধিন বাইক ভাঙচুরের ঘটনা সামনে আসে। এই প্রসঙ্গে একটি ভিডিও টুইট করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সেই ভিডিওতে বেশ কয়েকটি বাইককে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি সেখানে অন্য গাড়ি ভাঙচুরও করা হয় বলে অভিযোগ। এলাকার ইটের টুকরোর পাশাপাশি কাঁচের গুড়োও পড়ে থাকতে দেখা গিয়েছে। এই ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশাসনকে আক্রমণ করলেন সুকান্ত মজুমদার।

এদিন সকাল থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও শেয়ার করা হয়। সবকটি ভিডিওই মোমিনপুরের ভিডিও বলে দাবি করা হয়। সেই ভিডিও রাস্তায় পড়ে থাকা বাইক, কাঁচ ভাঙা গাড়ির ছবি শেয়ার করা হয়। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এদিন বিকেলে এমনই এক ভিডও টুইট করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমজার অভিযোগ করে লেখেন, ‘মোমিনপুরের ময়লা ডিপোর কাছে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের সময় হিন্দুদের দোকান ও বাইক ভাঙচুর করা হয়েছে। বরাবরের মতো এবারও মুখ্যমন্ত্রীর প্রশাসন এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। যার জেরে অভিযুক্তরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে।’

সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুকান্ত মজুমদার বলেন, শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের সময়, কিছু লোক যানবাহন এবং দোকানে ভাঙচুর করে। পুলিশ সেখানে প্রায় নীরব দর্শকের দাঁড়িয়ে ছিল। কোনও কর্তব্যই পালন করেনি মমতার প্রশাসন।’ সুকান্তবাবু আরও জানান এলাকায় বিজেপির প্রতিনিধিদল যাবে। প্রসঙ্গত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়িতে গিয়েছিলেন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর