ভেস্তে গেল দেশজুড়ে সিরিয়াল ব্লাস্টের ছক, বসন্ত পঞ্চমীতে হিন্দুত্ববাদীদের কার্যক্রম ছিল জঙ্গিদের নিশানায়

বাংলা হান্ট ডেস্কঃ লখনউ শহরে বোম ব্লাস্টের পরিকল্পনা ভেস্তে দিল উত্তর প্রদেশ STF। কেরল থেকে লখনউতে আসা PFI এর দুই জঙ্গিকে লখনউ থেকে গ্রেফতার করেছে STF। তাঁদের থেকে প্রচুর পরিমাণে বিস্ফোটকও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার জঙ্গিদের মধ্যে PFI এর কম্যান্ডার অন্সদ বদরুদ্দিন আর ফিরোজ খান। দুজনের কেরলের বাসিন্দা।

এদের কাছ থেকে ১৬ টি বিস্ফোটক সামগ্রী, একটি পিস্তল, সাতটি গুলি, দুটি পেন ড্রাইভ, ১২ টি ট্রেনের টিকিট, প্যান কার্ড, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড উদ্ধার করা হয়েছে। STF জানায় এদের নিশানায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ আর বিজেপির নেতারা ছিলেন।

ADG আইন শৃঙ্খলা প্রশান্ত কুমার বলেন, এদের উদ্দেশ্য ছিল বসন্ত পঞ্চমীর মধ্যে কয়েকটি জায়গায় নাশকতা চালিয়ে প্রশাসন আর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। তিনি জানান, বিগত এক বছরে আমরা PFI এর কমপক্ষে ১২৩ জনকে গ্রেফতার করেছি।

তিনি বলেন, PFI বুদ্ধিজীবীদের বিভ্রান্ত করে রেখেছে। নয়া দিল্লীর হিংসাতে এদের ভূমিকা থাকতে পারে। এই সংগঠন ছোট-ছোট গ্রুপ বানিয়ে ট্রেনিং দেয়। গতকাল PFI এর প্রতিষ্ঠা দিবস হিসেবে অ্যালার্ট জারি করা হয়েছে।

Avatar
Baisakhi Dutta

সম্পর্কিত খবর