বনগাঁয় কলেজ অধ্যক্ষের উপর হামলা, দরজা বন্ধ করে পেটানো ও কোপানোর চেষ্টা

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে পঠপাঠন বন্ধ রয়েছে স্কুল কলেজের। পড়ুয়ারা কলেজে না গেলেও, এই পরিস্থিতিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে নিয়মিতই চলছে কলেজের প্রশাসনিক কাজ। কিন্তু এই অবস্থায় কলেজের অধ্যক্ষকে মারধরের অভিযোগ উঠল কলেজেরই হিসেবরক্ষকের বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তেজনা ছড়াল কলেজ চত্ত্বরে।

ঘটনাটি ঘটেছে বনগাঁর গোপালনগর থানা এলাকার যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে। সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে ১১ টা নাগাদ কলেজের অধ্যক্ষ অর্ণব ঘোষ, হিসেব রক্ষক রণপতি রায় এবং অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন কলেজে। আর এমন সময়ই ঘটে এই সাংঘাতিক ঘটনা।

bbvb 3

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, সোমবার অর্থাৎ আজ সাড়ে ১১ টা নাগাদ কলেজের অধ্যক্ষ অর্ণব ঘোষের ঘরে ঢোকেন হিসেবরক্ষক রণপতি রায়। আর তারপরই ঘরের দরজা বন্ধ করে অধ্যক্ষকে বেধড়ক মারধোর করতে শুরু করেন অভিযুক্ত হিসেবরক্ষক।

চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে সেখানে ছুটে যান বাকি কর্মীরা। কলেজের শিক্ষাকর্মী তপন মণ্ডল, প্রদীপ সরকার জানান, চিৎকারের আওয়াজ শুনে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই তাঁরা দেখেন অধ্যক্ষকে বেধড়ক মারধোর করছেন হিসেবরক্ষক। এই পরিস্থিতিতে তাঁকে থামাতে গেলে, উলটে দাউ নিয়ে তাঁদের দিকে তেড়ে আসেন রণপতি রায়।

এরপর জোর করে তাঁকে চেপে ধরে তাঁর হাত থেকে দাউ কেড়ে নেন বাকিরা। ঘটনার খবর থানায় দিতেই সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ উপস্থিত হয়। ঘটনার বিবরণ শুনে অভিযুক্ত রণপতি রায়কে আটক করে পুলিশ। তবে ঠিক কি কারণে এমন ঘটনা ঘটল, তা অবশ্য জানা যায়নি। তদন্ত চলছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর