শ্রেয়াকেও ছাপিয়ে যাওয়ার চেষ্টা! ইন্ডিয়ান আইডল ফিনালের আগে বাঙালি মেয়ে মানসীর গানে চটলেন শ্রোতারা

বাংলাহান্ট ডেস্ক : জমে গিয়েছে ইন্ডিয়ান আইডল ১৫ (Indian Idol 15)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান প্রতিযোগীদের হাড্ডাহাড্ডি টক্করে বেশ সফল হয়েছে এবারের সিজন। যদিও প্রতিযোগিতায় বাদ পড়েছেন একাধিক বাঙালি প্রতিযোগী। তা নিয়ে হয়েছে বিতর্কও। গ্র্যান্ড ফিনালের (Indian Idol 15) আগে রয়ে গিয়েছেন সেরা ৮ জন। তবে এদের মধ্যে থেকেও বাংলায় ট্রফি আনার স্বপ্ন জিইয়ে রেখেছেন মানসী, প্রিয়াংশু, শুভজিৎরা। কিন্তু এবার মানসী ঘোষ যে গানটি গেয়েছেন, তার জেরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে শ্রোতাদের মধ্যে।

ইন্ডিয়ান আইডলে (Indian Idol 15) মানসীর গানে বিতর্ক

ইন্ডিয়ান আইডল ১৫ তে (Indian Idol 15) মানসী ঘোষ প্রথম থেকেই নজর কেড়েছেন। তাঁর গান থেকে বিভিন্ন মজার মুহূর্ত নিয়ে হয়েছে চর্চা। কিন্তু এবার তাঁর গান নিয়ে অসন্তুষ্ট শ্রোতারা। চলতি সপ্তাহের শেষে বিচারক শ্রেয়া ঘোষালের জন্মদিন স্পেশ্যাল পর্ব উদযাপিত হচ্ছে। সেখানেই ‘জব উই মেট’ ছবি থেকে শ্রেয়ার গাওয়া ‘ইয়ে ইশক হায়’ গানটি গাইতে শোনা যায় মানসীকে।

Audience are angry over manasi performance in indian idol

কেন এই বিতর্ক: অত্যন্ত জনপ্রিয় গানটিকে মানসীর কণ্ঠে শুনে শ্রোতারা কিন্তু বেশ ক্ষুব্ধ। আসলে গাওয়ার সময় মানসী নিজের গায়কী পরিবর্তন করে জ্যাস স্টাইলে গেয়েছেন গানটি (Indian Idol 15)। আর তাতেই ক্ষুব্ধ শ্রোতাদের একাংশ। যদিও শ্রেয়া এবং বিশাল পাণ্ডেকে প্রশংসাই করতে শোনা গিয়েছে মানসীর।

আরো পড়ুন : পাকিস্তানেই পরপর নিকেশ ভারত বিরোধী সন্ত্রাসবাদীরা! চমকে দেবে লম্বা লিস্ট

প্রশংসা করেন বিচারকরা: শ্রেয়াকে বলতে শোনা যায়, “মানসী এটা তুমি কী গাইলে! আমি তো কোনোদিন ভাবিওনি যে জ্যাস ফরম্যাটে গাওয়া যেতে পারে”। অন্যদিকে বিশাল মন্তব্য করেন, তাঁর মনে হয় প্রীতমও ভাবেননি যে এই গানের সঙ্গে এসব করা যায়। কেউই ভাবেননি।

আরো পড়ুন : মুক্তি পাননি চিন্ময় কৃষ্ণ, ফের “নিশানায়” হিন্দু নেতা! বাংলাদেশে গ্রেফতার বিশ্ব হিন্দু পরিষদের মহাসচিব

কিন্তু শ্রোতাদের (Indian Idol 15) মতামত ভিন্ন। অনেকেই বেশ ক্ষুব্ধ হয়েছেন জনপ্রিয় গানকে এভাবে বদলে দেওয়ায়। একজন লিখেছেন, যেমন গানটা ছিল তেমন ভাবে গাইলেই ভালো হত। আরেকজন আবার লিখেছেন, শ্রেয়া নিজে তারিফ করছে দেখেই অবাক হলাম। এতেই বোঝা যায় শো স্ক্রিপ্টেড।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর