নরেন্দ্র মোদীকে ‘সিঙ্গারা” খাওয়ানোর ইচ্ছে প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন, পিএম মোদী দিলেন এই জবাব

বাংলা হান্ট ডেস্কঃ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন (Scott Morrison) রবিবার সিঙ্গারার সাথে নিজের একটি ছবি ট্যুইটারে পোস্ট করেন। আর ওই ছবি পোস্ট করার সাথে সাথে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ট্যাগও করেন। মরিসনের ছবির জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, করোনাকে হারিয়ে তিনি সিঙ্গারা খাওয়ার মজা নেবেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আমের চাটনির সাথে সিঙ্গারার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। আর সেই ছবিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করেন। মরিসন সিঙ্গারার নাম ‘স্কমোসা” দিয়েছেন। উনি লেখেন, আমের চাটনির সাথে এই সিঙ্গারা আমি নিজেই তৈরি করেছি। প্রধানমন্ত্রী মোদীকে ট্যাগ করে উনি লেখেন, দুঃখের কথা হল আমাদের আগামী বৈঠক ভিডিওর মাধ্যমে হবে। মরিসন লেখেন স্কমোসা নিরামিষ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আমি এটি ভাগ করে নিতে চাই।

আরেকদিক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর পোস্টের জবাব দিয়ে লেখেন, ‘আমরা ভারত মহাসাগরের সাথে যুক্ত আর ভারতীয় সিঙ্গারার সাথে ঐক্যবদ্ধ। আপনার বানানো সিঙ্গারা দেখে বেশ সুস্বাদু লাগছে। একবার আমরা করোনার বিরুদ্ধে জয় হাসিল করে নিই, তারপর আপনার সাথে বসে সিঙ্গারা খাওয়ার আনন্দ ভাগ করে নেব। আপনার সাথে আগামী চার জুন হওয়া ভিডিও সন্মেলনে সাক্ষাৎ করার জন্য উৎসাহিত আমি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন চার জুন ভিডিও লিংকের মাধ্যমে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বিদেশ মন্ত্রালয় অনুযায়ী, দুই নেতার মধ্যে ভারত অস্ট্রেলিয়া শিখর সন্মেলনে দুই দেশের স্বার্থে আলোচনা হবে। এর সাথে সাথে দুই নেতা সৈন্য সামগ্রী, বিজ্ঞান আর শিল্প নিয়ে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করবেন।

আপনাদের জানিয়ে দিই, অস্ট্রেলিয়ায় করোনায় আক্রান্তদের সংখ্যা বেড়ে ৭ হাজার ১৯২ হয়েছে। আর ১০৩ জনের মৃত্যু হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর