“ওকে হালকাভাবে নেবো, এতটাও বোকা নই” কোহলিকে নিয়ে বিরাট বয়ান অস্ট্রেলিয়া অধিনায়কের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগামীকাল থেকে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগে বিরাট কোহলিই আবার যেন ভারতের হাতের মূল অস্ত্র। এই বিষয়ে খুব ভালোভাবেই ওয়াকিবহাল অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি একটি সাক্ষাৎকারে কোহলির প্রসঙ্গে বলেছেন, “কোহলিকে সিরিয়াসলি না নেওয়া খুবই হঠকারিতার পরিচয় হবে। ও ১৫ বছর ধরে নিজের যোগ্যতা প্রমাণ করে আসছে এবং এখন সর্বকালের সেরাদের তালিকায় ঢুকে গিয়েছে। ও একজন অসাধারণ ক্রিকেটার এবং ৭১ টি শতরানের মালিক, একপ্রকার অবিশ্বাস্য ব্যাপার।”

সদ্যসমাপ্ত এশিয়া কাপে ভারতীয় দল ভালো পারফরম্যান্স না করতে পারলেও ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন বিরাট কোহলি। দুটি অর্ধশত রানের পাশাপাশি শক্তিশালী আফগান বোলিংয়ের বিরুদ্ধে দুর্দান্ত একটি শতরান করেছেন তিনি। দীর্ঘদিনের বাজে ফ্রম কাটিয়ে অবশেষে নিজের পুরনো ছন্দে দেখা যাচ্ছে রান মেশিন কোহলিকে। সেই ১২২ রানের ইনিংস খেলে তিনি এই বছরের এশিয়া কাপের দ্বিতীয় সর্বোচ্চ এবং ভারতীয় দলের সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন।

বিরাট কোহলির অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ডও দুর্দান্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি ৬০-এর কাছাকাছি এভারেজ রেখে ৭১৮ রান করেছেন। অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে ১৪৭-এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করেন প্রাক্তন ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭টি টি-টোয়েন্টি হাফ-সেঞ্চুরি করেছেন বিরাট। কাজেই তাকে নিয়ে অস্ট্রেলিয়ার চিন্তা হওয়াটা স্বাভাবিক।

kohli sad

এই মুহূর্তে দুটি বড় রেকর্ড ভাঙ্গার কাছাকাছি দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি। আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এই রেকর্ড গুলি তিনি ভেঙে দিতে পারেন। এক এক করে দেখে নেওয়া যাক ঠিক কোন রেকর্ডগুলি ভাঙতে পারেন বিরাট কোহলি।

১. বিরাট কোহলির এই মুহূর্তে সব রকমের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে রান সংখ্যা ১০,৯০২। আর ৯৮ রান করলেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ১১,০০০ টি-টোয়েন্টি রানের মালিক হয়ে যাবেন ৩৩ বছর বয়সী প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

২. এইমুহূর্তে ২৪০০২ রান করে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার কোহলি। আরে সামনে রয়েছে সচিন টেন্ডুলকারের এবং রাহুল দ্রাবিড়। সচিনের রানসংখ্যা এখনো বিরাটের থেকে অনেকটাই দূরে তবে চলতি সিরিজে আর মাত্র ৬২ রান করলেই রাহুল দ্রাবিড়ের ২৪০৬৪ রানের গণ্ডি টপকে ভারতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক রান সংগ্রাহকে পরিণত হবেন তিনি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর