যাত্রীর টাকা ভর্তি ব্যাগ ফেরত দিয় সততার নজির গড়লেন অটোচালক

বাংলা হান্ট নিউজ ডেস্ক : অটোচালকদের বিরুদ্ধে ভাড়া নিয়ে যাত্রীদের হেনস্থা আবার কখনও বিভিন্ন কারণে যাত্রীদের সঙ্গে বচসার অভিপরে যায় নযোগ ওঠে অটোচালকদের বিরুদ্ধে। কিন্তু এবার সেই অটোচালকই এক অন্যতম সততার নজির গড়লেন। তাঁর অটোয় ফেলে যাওয়া যাত্রীর টাকা ভর্তি ব্যাগ ফেরত দিলেন যাত্রীকে। করুনাময়ী থেকে উল্টোডাঙা রুটের একটি অটোচালক এমন দৃষ্টান্ত নজির গড়লেন।অটোচালকের নাম সঞ্জীবন মল্লিক।

জানা গিয়েছে নদীয়ার ফুলিয়া থেকে সেন্ট্রাল পার্কের তাঁতের হাট মেলায় জিনিসপত্র বিক্রি করতে এসেছিলেন নিমাই রায় ও দিলীপ মালাকার। শুক্রবার রাতে জিনিসপত্র বেচাকেনা করে তাঁরা দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তখন ঘড়িতে বাজে রাত নটা। করুনাময়ী থেকে সঞ্জীবন মল্লিকের অটোতে ওঠেন তাঁরা। ট্রেন ধরার তাড়ায় উল্টোডাঙায় নেমে তাড়াহুড়ো করে স্টেশনের দিকে এগোন দুজনেই। কিন্তু তাঁদের কাছে থাকা একটি কালো ব্যাগ অটোতে ফেলে রেখে চলে  স্টেশনে উঠতেই তাঁর ব্যাগের কথা মনে পড়ে যায় নিমাই বাবুর। তাই আবার নীচে নেমে আসেন কিন্তু অটো দেখতে পাননি। তাই মানিকতলা থানায় এবং বিধাননগর পূর্ব থানায় ব্যাগ হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেন।

টাকা পাবেন না একপ্রকার নিশ্চিত ছিলেন মানিকবাবু। কিন্তু হঠাত্ই রবিবার সকালে বিধাননগর পূর্ব থানা থেকে ব্যাগের খোঁজ পাওয়া গেছে বলে জানানো হয়। এরপর থানায় এসে সঞ্জীবন মল্লিকের কাছ থেকে ব্যগটি নেন তিনি।অটোচালক সঞ্জীবন মল্লিক জানিয়েছেন, শুক্রবার রাতের পর আর তিনি অটো নিয়ে বের হননি। শনিবার তিনি বাড়িতে ছিলেননা। রবিবার সকালে অটো পরিষ্কার করতে গিয়েই ব্যাগটির সন্ধান পান এবং সেটি বিধাননগর পূর্ব থানায় যান। এবং পুলিশকে বিষয়টি জানাতে সমস্ত বিষয়টি পরিষ্কার হয়ে যায়। এবং নিমাইবাবুর ব্যাগ ফেরত দিয়ে এখ অনন্য নজির গড়লেন সঞ্জীবন মল্লিক।

সম্পর্কিত খবর