সিএনজি সম্যসা না মেটায় ফের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে অটো চালকরা

 

সনাতন গরাই,দুর্গাপুর: সি এন জি না থাকায় গত মাস থেকে চলছে অটো চালকদের বিক্ষোভ।রবিবারের পর ফের বিক্ষোভে নামলো অটো চালকরা।সি এন জি না থাকায় যেমন চলছে না অটো তেমনি অটো না চলায় চলছে না অটো চালকদের সংসার।অটোর প্রধান উৎস যেমন সি এন জি তেমনি অটো চালকদের পরিবারের প্রধান উৎস অটো।একদিন হয় দুদিন হয়ে পড়া যায় এ যে লাগাতার সম্যসা।দীর্ঘদিন থেকে চলছে এই সি এন জি গ্যাসের সম্যসা।অটো না চলায় যাতায়াত সম্যসায় নিত্যযাত্রীরা।রবিবার পর এবার আরো বড়ো বিক্ষোভে নামলো অটো চালকরা।সকালদিকে সিটিসেন্টারের পৌরসভার সামনের চৌমাথা অবরোধ করে বিক্ষোভ দেখায়।এই বিক্ষোভে কোনো প্রশাসনিক কর্তারা আসে নি তারা ঘুমাতে ব্যাস্ত।

IMG 20190717 WA0014 1

অটো চালকরা জানান,এবার আর কোনো প্রতিশ্রুতি শুনবো না।দুপুর গড়াতেই তারা নেমে যায় জাতীয় সড়ক অবরোধে।

 

সি এন জি না এলে জাতীয়সড়কে এইভাবেই চলবে অবরোধ।পুলিশ যা খুশি করুক।সি এন জি না এলে এইভাবেই চলবে আন্দোলন।

সম্পর্কিত খবর