“ক্ষমতা থাকলে আমাকে ইডি, সিবিআই দিয়ে তোল,” শুভেন্দুকে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের

বাংলাহান্ট ডেস্ক : এবার মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পটাশপুরে দাঁড়িয়ে শুভেন্দুর উদ্দেশ্যে অভিষেকের বক্তব্য, “ক্ষমতা থাকলে আমাকে তোল ইডি, সিবিআই দিয়ে।” পাশাপাশি এদিন অভিষেক আক্রমণ করেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকেও।

পূর্ব মেদিনীপুরের পটাশপুর মার্কেটে মঙ্গলবার নব জোয়ার কর্মসূচির অঙ্গ হিসাবে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, “সারাদিন সবাইকে ইডি, সিবিআই এর ভয় দেখায় গদ্দার মীরজাফর। ভাইপো ভাইপো করতে থাকে সারাদিন। সাহস নেই নাম করার। যদি সাহস থাকে তাহলে ভাবাবাচ্চ্যে কথা কেন? যদি সাহস থাকে ইডি, সিবিআইকে দিয়ে আমায় তোল।”

সেই সভা থেকে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বেইমান বলে কটাক্ষ করেন তিনি। এরই সাথে চাঁচাছোলা শব্দে অভিষেক বলেন,”মোদি জি, অমিত জির কত ক্ষমতা আমি দেখব। মানুষ আছে আমার কাছে। নব জোয়ার আটকাতে চেয়েছিল ওরা। কিন্তু পারেনি। শুভেন্দুর চোখে ভয়, শরীরে হতাশা। হাজার চেষ্টা করেও তৃণমূলকে রুখতে পারবে না।”

পটাশপুরের জনসভা থেকে অভিষেক কেন্দ্রের ২০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তকেও কটাক্ষ করেন। অভিষেক বলেন,”তুঘলকি সিদ্ধান্ত এদের বরাবর। কখনো লকডাউন, কখনো নোট বাতিল। টাকা বদলানোর লাইনে দাঁড়িয়ে মারা গেছে ১৪০ জন। এখন আবার নোট বাতিল। পাল্টানোর রাজনীতিতে বিশ্বাসী প্রধানমন্ত্রী। শুধু দৃষ্টিভঙ্গি পাল্টায়নি।”

abhishek , suvendu

এদিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষকে চোর চিটিংবাজ বলে কটাক্ষ করেন। পাশাপাশি আক্রমণ করেন বিজেপির কর্মীদের। বিজেপি কর্মীদের নিশানা করে অভিষেকের বক্তব্য, “কোনও ভদ্রলোক বিজেপি করে না।” বিজেপির পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন কটাক্ষ করেন বামেদেরকেও।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর