দেশ ছাড়তে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়! হাইকোর্টে ED-র নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ তৃণমূল সাংসদের

বাংলা হান্ট ডেস্কঃ কয়লা পাচার মামলায় দীর্ঘ দিন ধরেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে রয়েছেন তৃণমূল কংগ্রেস দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অতীতে অভিষেককে একাধিকবার তলব এবং অপরদিকে সংস্থার বিরুদ্ধে তৃণমূল নেতার আদালতে মামলা করার মাধ্যমে জল ঘোলা হয়েছে বিস্তর আর এর মাঝেই আবারো একবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিযোগ, চোখের চিকিৎসা করানোর জন্য দুবাই যাওয়ার কথা অভিষেকের। সেই কারণেই ইডির কাছে কয়েকটা দিন হাজিরা এড়াতে চান তিনি। তবে বর্তমানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দ্বারা অনুমতি না মেলার কারণেই আদালতের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে তাঁর এই মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

সূত্রের খবর, সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে চিঠি দিয়ে অভিষেক জানান যে, জুন মাসের আগামী 3 থেকে 10 তারিখ পর্যন্ত চোখের চিকিৎসা করানোর জন্য দুবাই যাওয়ার কথা রয়েছে তাঁর। ফলে এই কয়েকটা দিন যেন হাজিরা থেকে নিস্তার দেওয়া হয় তাঁকে। কিন্তু এক্ষেত্রে ইডি দ্বারা তাঁর সেই অনুমতি প্রত্যাখ্যান করা হয় এবং দেশের বাইরে না যাওয়ার জন্য নির্দেশও দেন তারা। এই কারণেই বর্তমানে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করলেন তৃণমূল সাংসদ।

সূত্র মতে, অভিষেক জানান “আমার চোখে সমস্যা রয়েছে। সেই কারণে বিদেশে চিকিৎসা করতে যাওয়ার পরিকল্পনা নিই। এক্ষেত্রে আমি 3 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে ইডিকে একটি চিঠি দিই। ওই কয়েকটা দিন বাদ দিয়ে পরবর্তী সময়ে আমি তাদেরকে সব রকম সহায়তা করতে প্রস্তুত রয়েছি। কিন্তু ওরা আমার কোন কথাই শুনলো না। সেই কারণে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না।”

প্রসঙ্গত, কিছুদিন পূর্বে রাজ্যের বিচার ব্যবস্থার দিকেই আঙুল তোলেন অভিষেক। রাজ্যে একের পর এক মামলায় কিছু সংখ্যক বিচারক তল্পিবাহকের কাজ করছে বলেও মত প্রকাশ করেন তিনি। এই প্রসঙ্গে পরবর্তীকালে তাঁর নামে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। যদিও সে ক্ষেত্রে শাস্তির মুখ থেকে অব্যাহতি পান তৃণমূল নেতা। তবে আজ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অভিষেকের করা মামলায় শেষপর্যন্ত কি রায় দেয় আদালত, সেদিকেই তাকিয়ে সকলে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর