‘তৃণমূলও আর আপনাদের জন্য লড়বে না, যদি না…’ ওন্দাবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা অভিষেকের

বাংলাহান্ট ডেস্ক : জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এই নিয়ে ক্রমাগত ঘাসফুল শিবিরকে খোঁচা দিচ্ছেন বিরোধীরা। এদিকে, এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন। রাজ্য রাজনীতির এই কঠিন সময়ের মধ্যেই বুধবার বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসভা ছিল।

ওন্দা হাইস্কুলের মাঠে দুপুরবেলায় বক্তব্য রাখেন ডায়মন্ড হারবারের সাংসদ। ওন্দায় হারানো জমি পুনরুদ্ধার করার উদ্দেশ্যেই সভা শুরু হতেই অভিষেক বিশেষ বার্তা দেন তৃণমূল কর্মী সমর্থকদের। তিনি সাফ জানিয়ে দেন, এরপর মানুষ যদি তার নিজের অধিকারের দাবিতে সরব না হন, তাহলে তৃণমূলও মানুষের অধিকারের দাবি নিয়ে রাস্তায় নামবে না।

সভামঞ্চ থেকে এদিন অভিষেক বলেন, ‘উনিশে আপনারা আমাদের থেকে মুখ ফিরিয়েছিলেন, কিন্তু আমরা মুখ ফেরাইনি। একুশে আপনারা মুখ ফিরিয়েছিলেন, আমরা অভিমান করিনি, মুখ ফেরাইনি। আপনিও রক্ত মাংসের মানুষ, আমিও রক্ত মাংসের মানুষ। এবার যদি আপনারা আপনাদের অধিকার নিয়ে লড়াই না করেন তাহলে তৃণমূলও আপনার অধিকারের দাবিতে আর লড়াই করবে না।’

বাঁকুড়াবাসীর লড়াইয়ের পাশে থাকার বার্তা দেন অভিষেক। একইসঙ্গে অতীতের নির্বাচনগুলিতে বাঁকুড়া থেকে ঘাসফুল শিবির যে ভাল ফল করতে পারে নি সেকথাও স্মরণ করিয়ে দেন তিনি। সাম্প্রতিক অতীতে অভিষেক যে দিল্লি ঘেরার ডাক দিয়েছিলেন। এদিন সেই প্রসঙ্গেই বাঁকুড়ার মানুষকে নিজেদের অধিকার রক্ষার লড়াইয়ে নামার আহ্বান জানান অভিষেক।

abhishek banerjee

এছাড়াও, অতীতে বাম আমলের থেকে বর্তমানে যেভাবে পরিস্থিতির বদল হয়েছে, সেই কথাও তুলে ধরেন অভিষেক। পাশাপাশি, ডায়মন্ড হারবারের সাংসদ আরোও বলেন, ‘আমি এমন দল বাপের জন্মে দেখিনি। বাংলার মানুষের ভোটে জিতে বিরোধী দলনেতা, সাংসদ, কেন্দ্রের মন্ত্রীরা বলছে বাংলার মানুষেরই টাকা আটকে রাখুন।’ অভিষেক এদিন জানিয়েছেন, আগামী ২৪ এপ্রিল থেকে বুথ স্তরে সই সংগ্রহের কাজ শুরু হবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর