ওষুধ লঞ্চ হওয়ার সাথে সাথে জোর ধাক্কা খেলেন বাবা রামদেব! কেন্দ্র সরকার জারি করল নিষেধাজ্ঞা

বাংলা হান্ট ডেস্কঃ দেশ-বিদেশে করোনার ওষুধ (Coronavirus Medicine) বানানোর জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন বিজ্ঞানীরা। আর এর মধ্যে পতঞ্জলির যোগপীঠের বাবা রামদেব (Baba Ramdev) আর আচার্য বালকৃষ্ণ করোনার ওষুধ বানানোর দাবি করেছেন। মঙ্গলবার বাবা রামদেব কোরোনিল (Coronil) নামের এই ওষুধের ঘোষণা করেন। এবার কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রালয় পতঞ্জলির এই ওষুধের সম্পূর্ণ তথ্য চেয়ে পাঠিয়েছে। আয়ুশ মন্ত্রালয় (Ayush ministry) জানিয়েছে যে, ওষুধের সম্বন্ধ্যে আর বিজ্ঞানীদের গবেষণা নিয়ে আমাদের কাছে কোন তথ্য নেই।

এর সাথে সাথে মন্ত্রালয় পতঞ্জলি আয়ুর্বেদের তরফ থেকে ওষুধের বিজ্ঞাপন বন্ধ করার কথা বলেছে। মন্ত্রালয় জানিয়েছে যে, এই নিষেধাজ্ঞা ততদিন থাকবে, যতদিন না এই ওষুধ নিয়ে সম্পূর্ণ তদন্ত হচ্ছে। মন্ত্রালয় করোনার চিকিৎসা করা এই ওষুধের সম্পূর্ণ তথ্য জানার জন্য উত্তরাখণ্ড সরকারের কাছে অনুরোধ পাঠিয়েছে।

মন্ত্রালয়ের তরফ থেকে পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডকে COVID 19 চিকিৎসা করায় সক্ষম দাবি করা এই ওষুধের নাম আর গঠনপ্রণালী নিয়ে তথ্যা চেয়ে পাঠিয়েছে। সেই জায়গা আর হাসপাতালের সম্বন্ধেও জানাতে হবে যেখানে এই ওষুধের পরীক্ষণ করা হয়েছে। এর সাথে সাথে প্রোটোকল, স্যাম্পেল সাইজ, ইন্সটিটিউশনাল এথিক্স কমিটির ক্লিয়ারেন্স, CTRI রেজিস্ট্রেশন আর রেজাল্ট অফ স্টাডিজেরও তথ্য চেয়ে পাঠিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর