আয়ুষ্মান ভারত বাদ দিয়ে পুরো বাংলায় ‘স্বাস্থ্যসাথী’ বাস্তবায়িত করা হোকঃ শান্তনু সেন, তৃণমূল সাংসদ

বাংলাহান্ট ডেস্কঃ ‘আয়ুষ্মান ভারত প্রকল্প’ (Ayushman Bharat Yojana), কেন্দ্র সরকারের নির্ধারিত এই প্রকল্প পশ্চিমবাংলা সহ আরও ৩ রাজ্যে কেন চলু করা হয়নি, সেই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। জনগণের স্বার্থে পেরালা শেখর রাও নামে এক জনৈক ব্যক্তি কেন্দ্র সরকারের প্রস্তাবিত আইন সমগ্র দেশবাসীর জন্য রূপায়িত করতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। পশ্চিমবঙ্গ (West bengal), ওড়িশা, তেলেঙ্গানা এমনকি দিল্লীতেও চালু করা হয়নি কেন্দ্র সরকারের প্রকল্প।

‘আয়ুষ্মান ভারত’ অপেক্ষা ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প বেশি কার্যকরী
পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু না হওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) প্রশাসন এবিষয়ে দাবি করেছে, কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’-এর থেকে বাংলার ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প অনেক বেশি কার্যকরী। পাশাপাশি বাংলার উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত শ্রেণী সকলেই এখানে সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেয়ে থাকেন। তাই মমতা সরকার বরাবরই দাবি করে এসেছে, এ রাজ্যে ‘আয়ুষ্মান ভারত যোজনা’ চালু করার কোনও প্রয়োজন নেই।

2fd8fa0f633481173d2b42a745d3fe75

‘আয়ুষ্মান ভারত প্রকল্প’-এর বিপক্ষে শান্তনু সেন
‘আয়ুষ্মান ভারত প্রকল্প’ নিয়ে এবার সরব হলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন (Santunu Sen)। তাঁর কথায়, ‘আয়ুষ্মান ভারত প্রকল্প’ অপেক্ষা বাংলার মুখ্যমন্ত্রীর ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প অনেক বেশি সুবিধাজনক প্রকল্প। এই প্রকল্পের আয়ত্তায় পরিবারের স্ত্রী, তাঁর বাবা- মা, এমনকি ওই পরিবারের কোন হ্যান্ডিক্যাপ ভাই বোনও ভিন রাজ্যে গিয়ে চিকিৎসার সুযোগ পাবে। অন্যদিকে ‘আয়ুষ্মান ভারত প্রকল্প’ একটা গিমিক ছাড়া কিছুই নয়। যে প্রকল্পে কেন্দ্র এবং রাজ্যের শেয়ার থাকে, সেখানে শুধুমাত্র কেন্দ্রের নাম করে প্রচার করা হচ্ছে’।

তিনি আরও বলেন, ‘৫০ কোটি মানুষকে দিলেই শুধু হবে? বাকি মানুষের দায়িত্ব কে নেবে? এই প্রকল্পে যে রোগগুলি নির্ধারন করা হয়েছে, সেগুলি ছাড়া বাকিগুলোর চিকিৎসা কোথায় হবে? আমার মনে হয়, ভারত সরকারের মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার কোন ইচ্ছাই নেই। কিন্তু বাংলার ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প বাংলার সকল মানুষের জন্যই সমানভাবে করা হয়েছে। তাই বাংলার মানুষ চাইছে, ‘আয়ুষ্মান ভারত প্রকল্প’কে তুলে দিয়ে ‘স্বাস্থ্যসাথী’ বিশ্বের দরবারে তুলে ধরতে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর