এবার আসতে চলেছে আয়ুষ্মান কার্ড! ইতিমধ্যেই প্রকল্পে সামিল ৩১ টি রাজ্য, পশ্চিমবঙ্গ আছে?

বাংলা হান্ট ডেস্ক: স্বাস্থ্য খাতে উন্নতির লক্ষ্যে এবার আরও একটি পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। জানা গিয়েছে, এবার আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat Card)-এর পরিবর্তে আয়ুষ্মান কার্ড (Ayushman Card) নিয়ে আসতে চলেছে সরকার। মূলত, এই নতুন কার্ড কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারের চালানো স্বাস্থ্য প্রকল্পগুলিকে একত্র করবে বলে জানা গিয়েছে।

খবর অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই আয়ুষ্মান কার্ড তৈরির কাজ জোরকদমে শুরু হয়ে গিয়েছে। এই কার্ডে রাজ্য এবং কেন্দ্র উভয়ের লোগোই ব্যবহৃত হবে। অর্থাৎ, সংশ্লিষ্ট কার্ডে PMJAY (Pradhan Mantri Jan Arogya Yojana) এবং রাজ্যের লোগোর জন্য সমপরিমান জায়গা বরাদ্দ করা হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে আয়ুষ্মান ভারত প্রকল্পকে “Pradhan Mantri Jan Arogya Yojana” হিসেবেও চিহ্নিত করা হয়েছে।

এদিকে, এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত ১৭ অগাস্ট পর্যন্ত ইতিমধ্যেই ১৮.৮১ কোটি দেশবাসীর ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ১৪.১২ কোটি মানুষের জন্য আয়ুষ্মান কার্ড ইস্যু করাও হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গেছে।

1632712056 6544

প্রসঙ্গত উল্লেখ্য, সকলের ব্যবহারের সুবিধার্থে ইংরেজি এবং স্থানীয় ভাষায় অর্থাৎ মোট দু’টি ভাষায় তৈরি করা হচ্ছে এই আয়ুষ্মান কার্ড। যদিও, ৩১ টি রাজ্য ইতিমধ্যেই এই প্রকল্পে যোগদান করলেও কিছু রাজ্যের সরকার আবার এই প্রকল্প চাইছেন না বলে জানা গিয়েছে। সর্বোপরি, তারা এখনও এই প্রকল্পে যোগদান করেন নি। তেলেঙ্গানা এবং তামিলনাড়ুর কাছ থেকে এই প্রকল্পের প্রসঙ্গে সম্মতির জন্য অপেক্ষা করা হচ্ছে। অপরিদকে, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং দিল্লি এখনও এই স্বাস্থ্য প্রকল্পে যোগদান করেনি বলে জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর