সেরা অভিনেতা হিসেবে আয়ুষ্মান খুরানা এবং ভিকি কৌশল পেল জাতীয় পুরস্কার

বাংলা হান্ট ডেস্ক:লোকসভা নির্বাচনের জন্য এপ্রিল-মে মাস থেকে পিছিয়ে জাতীয় পুরস্কারের তালিকা ঘোষিত হল অগাস্টে। এই বৃহস্পতি, কিছুক্ষণ আগেই জুরি-প্রধান রাহুল রাওয়াল ঘোষণা করলেন জাতীয় পুরস্কার প্রাপকদের নাম।  এবছর বলিউডের অনেক তারকারাই এই সম্মান পেয়েছেন। তারমধ্যে খুশির খবরটি হলো সেরা অভিনেতার সম্মান পেয়েছেন ভিকি কৌশল এবং আয়ুষ্মান খুরানা।

সেরা পরিচালকের স্বীকৃতি পেলেন উরি-খ্যাত আদিত্য ধর। এছাড়াও সেরা আবহ আর সাউন্ড ডিজাইনের সম্মানও পেয়েছে এই ছবি। সেরা হিন্দি ছবি অন্ধাধুন। একই ছবিতে সেরা অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে সম্মান পেলেন শ্রীরাম রাঘবন। সবচেয়ে বিতর্কিত ছবি সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবৎ’ একসঙ্গে তিন তিনটি সম্মান পেয়েছে। ছবির অন্যতম গান ঘুমর পেয়েছে সেরা কোরিওগ্রাফি সম্মান। এই ছবিতে গান গেয়ে সেরা গায়কের সম্মান পেলেন অরিজিৎ সিং। সেরা সঙ্গীত পরিচালক বনশালি স্বয়ং।

‘বধাই হো’ পেয়েছে সর্বাত্মক বিনোদন পুরস্কার। সুরেখা সিক্রি সেরা সহ অভিনেত্রীর সম্মান। অক্ষয় কুমার অভিনীত ‘প্যাডম্যান’ সেরা সোশ্যাল ইস্যু ফিল্ম বিভাগে সম্মানিত হয়।

এছাড়াও মারাঠী ছবি গুলো অনেক পুরস্কার নিয়ে গেছে।মহানতি ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর সম্মানে সম্মানিত হলেন কীর্তি সুরেশ। মারাঠি ছবি চুম্বকের জন্য সেরা সহ অভিনেতার স্বীকৃতি পেলেন স্বনন্দ কিরকিরি। গতবছরে ভিলেজ রকস্টারের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন সীমা দাস এবং সেরা অসমীয়া ছবির সম্মান পেলেন তাঁর বুলবুল ক্যান সিং ছবির জন্য। কন্নড় ছবি নাথিচারামি ছবির জন্যই সেরা নায়িকার স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড পেলেন শ্রুতি হরিহরণ। এছাড়াও, সেরা কন্নড় ছবির সম্মান পেয়েছে নাথিচারামি।

সম্পর্কিত খবর