রণবীরকে টেক্কা দিয়ে সৌরভের বায়োপিকে আয়ুষ্মান! নীরবতা ভেঙে মুখ খুললেন খোদ অভিনেতা

বাংলা হান্ট ডেস্ক : বাঙালির এক আবেগের নাম হল সৌরভ গাঙ্গুলি। ২২ গজের পাশাপাশি রাজত্ব কায়েম করেছেন ছোট পর্দাতেও। আর এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই বর্ণময় জীবনই উঠে আসবে বড়পর্দায়। আজ থেকে বছর দুই আগে নিজের বায়োপিকের কথা ঘোষণা করেছিলেন মহারাজ। তারপর থেকেই উত্তেজনার পারদ চড়েছিল ভক্তদের মধ্যে। প্রশ্ন ছিল, কে হবেন পর্দার সৌরভ?

তবে হালে খবর মিলেছে, সৌরভের জুতোয় পা গলিয়েছেন টিনসেল নগরীর অন্যতম ভার্সেটাইল অভিনেতা আয়ুষ্মান খুরানা। এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না হলেও মিডিয়াতে আয়ুষ্মানের চর্চাই চলছে। আরও খবর, অভিনেতাও নাকি সৌরভের মত বাঁ হাতে ব্যাট করতেন। আর এই কারণেই নির্মাতারা তাকেই পছন্দ করেছেন।

বলিপাড়ার খবর, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রি-প্রোডাকশনের কাজ। ছবিটি পরিচালনা করবেন রজনীকান্তের কন্যা ঐশ্বর্য রজনীকান্ত। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে ছবির শুটিং। এমতাবস্থায় প্রশ্ন, তবে কি সত্যিই দাদার ব্যাট তুলে নিয়েছেন ভিকি ডোনার খ্যাত অভিনেতা? জল্পনার মাঝেই নীরবতা ভাঙলেন আয়ুষ্মান খুরানা।

আরও পড়ুন : চরম প্রতারণা! কী কারণে বচ্চন পরিবারের এই ৩ সদস্যের প্রতি বিরক্ত সানি দেওল?

সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে আয়ুষ্মান বলেন, ‘এখন আমি কিছুই বলতে চাই না। আমাদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হয়, যখন যা ঘটবে।’ যদিও খোলাখুলি কোনোকিছুই স্বীকার করে নেননি তিনি তবে দু’বাক্যে এমন অনেক কিছুই বলে দিয়েছেন যাতে বোঝাই যাচ্ছে যে, উত্তর ইতিবাচক। অর্থাৎ সৌরভের বায়োপিকে তার কাজ করার কথা নিছক গুজব নয়।

আরও পড়ুন : বৈষ্ণোদেবীর পর তিরুপতির দরবারে! জওয়ানের সাফল্য কামনায় সুহানাকে নিয়ে মন্দিরে শাহরুখ

aayushmann khurana sourav ganguly sportstiger 1685381434471 original (1)

উল্লেখ্য, বলিউডে বায়োপিকের রমরমা আজকের নতুন নয়। এর আগেও মহেন্দ্র সিং ধোনির বায়োপিক রুপোলি পর্দায় ম্যাজিক দেখিয়েছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ব্যর্থ-ও হয়েছে বেশ কয়েকটি ছবি। কিছুদিন আগেই ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদাহ এক্সপ্রেস’-এর শ্যুটিংও সেরে ফেলেছেন অনুষ্কা। সেই ছবি মুক্তি এখন সময়ের অপেক্ষা। এখন দেখা যাক দাদার বায়োপিকে কী চমক দেখা যায়!

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর