কল্পনার ক্যানভাসে যে স্বপ্ন আয়ুষ্মান ভারত ইতিবাচক ও সম্ভবনাময় তা এখন বাস্তবে

অমিত সরকার ঃ “আয়ুষ্মান ভবো”মজার ছলে কথাটা বাস্তবে রূপায়িত করতে আশ্রয় নিতেই হবে আয়ুষ্মান ভারত প্রকল্পে।বিকাশ এর সাথে স্বাস্থ্যসেবা এক অন্যতম চিন্তার কারন ছাপোষা পরিবারের মানুষের জন্য।

এই প্রকল্প দ্বিমুখী ১- HWC 2- PMJAY.

প্রথম টি হল যেখানে প্রসূতি, শিশু স্বাস্থ্যসেবা, অসংক্রামক রোগ,ওষুধ বিতরণ, হাসপাতালের পরবর্তী কেস,৭০ ভাগ বহিবিভাগ এর পরিচযা।

IMG 20190831 193508

দ্বিতীয় টি হল বিশ্বের বৃহত্তম সরকার পোষিত স্বাস্থ্য বীমা করমসূচী।প্রধানমন্ত্রী গত বছর ২৩ শে সেপ্টেম্বর এর উদ্বোধন করেন।
কারা থকবেন এর আওতায়.?
গ্রামের ক্ষেত্রে -কাচা দেওয়াল সহ এক্টি কক্ষ বাড়ি,তপশিলি পরিবার, ভূমিহীন পরিবার,আরো অনেকে।
শহরের ক্ষেত্রে- জিনিস কুড়ানী,ভিক্ষুক,হকার পরিচারিকা, পরিবহন শ্রমিক,কারিগর, হস্তশিল্পী,রিক্সা চালক,মেকানিক,চৌকিদার,
প্রমুখ আরো অনেকে।

বৈশিষ্ট্য-
১-বারষিক ৫ লিক্ষ টাকা অবধি কভারেজ।১৫ দিন পরবর্তী পরিচর্যা।

২-যে কোন প্যনেল ভুক্ত হাসপাতালে ২৩ ধরনের রোগ ব্যাধি কভার করার জন্য ১৩৯৩ টি প্যাকেজ।এমন কি অস্ত্রোপচার এর প্যাকেজ।

বেসরকারি বীমার সাথে পারথক্য —
বেসরকারি বীমার পলিসি গ্রহীতার বরতমান রোগ ব্যাধিএর সাথে কভারেজ থাকে না।এখানে থাকে।*কল্পনার ক্যানভাসে যে স্বপ্ন আয়ুষ্মান ভারত ইতিবাচক ও সম্ভবনাময় তা এখন বাস্তবে*

“আয়ুষ্মান ভবো”মজার ছলে কথাটা বাস্তবে রূপায়িত করতে আশ্রয় নিতেই হবে আয়ুষ্মান ভারত প্রকল্পে।বিকাশ এর সাথে স্বাস্থ্যসেবা এক অন্যতম চিন্তার কারন ছাপোষা পরিবারের মানুষের জন্য।
এই প্রকল্প দ্বিমুখী ১- HWC 2- PMJAY.

প্রথম টি হল যেখানে প্রসূতি, শিশু স্বাস্থ্যসেবা, অসংক্রামক রোগ,ওষুধ বিতরণ, হাসপাতালের পরবর্তী কেস,৭০ ভাগ বহিবিভাগ এর পরিচযা।

দ্বিতীয় টি হল বিশ্বের বৃহত্তম সরকার পোষিত স্বাস্থ্য বীমা করমসূচী।প্রধানমন্ত্রী গত বছর ২৩ শে সেপ্টেম্বর এর উদ্বোধন করেন।
কারা থকবেন এর আওতায়.?
গ্রামের ক্ষেত্রে -কাচা দেওয়াল সহ এক্টি কক্ষ বাড়ি,তপশিলি পরিবার, ভূমিহীন পরিবার,আরো অনেকে।
শহরের ক্ষেত্রে- জিনিস কুড়ানী,ভিক্ষুক,হকার পরিচারিকা, পরিবহন শ্রমিক,কারিগর, হস্তশিল্পী,রিক্সা চালক,মেকানিক,চৌকিদার,
প্রমুখ আরো অনেকে।

বৈশিষ্ট্য-
১-বারষিক ৫ লিক্ষ টাকা অবধি কভারেজ।১৫ দিন পরবর্তী পরিচর্যা।

২-যে কোন প্যনেল ভুক্ত হাসপাতালে ২৩ ধরনের রোগ ব্যাধি কভার করার জন্য ১৩৯৩ টি প্যাকেজ।এমন কি অস্ত্রোপচার এর প্যাকেজ।

বেসরকারি বীমার সাথে পারথক্য —
বেসরকারি বীমার পলিসি গ্রহীতার বরতমান রোগ ব্যাধিএর সাথে কভারেজ থাকে না।এখানে থাকে।

রাজনীতির ঊর্ধ্বে উঠে মরিচা ধরা স্বাস্থ্যসেবা থেকে বেড়িয়ে এক উজ্জ্বল ভারত এর প্রতিবিম্ব এই প্রকল্প সবার ঘরে,সবার সেবায়।

সারা দেশে সাড়ে বারো হাজার আয়ুষ কেন্দ্র খুলতে চলেছে ভারত সরকার। তার মধ্যে ৪০০০ এ বছরই তৈরি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এ কথা জানিয়েছেন।

সম্পর্কিত খবর