২২ বছর পর ফের বাইশ গজে আজহার, ছেলের সঙ্গে ক্রিকেট খেলে কাড়লেন মন! ভাইরাল ভিডিও

   

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কব্জির জাদুকর হিসেবে পরিচিত। ব্যাটিংয়ের সময় আজহার শৈল্পিক শট ক্রিকেটপ্রেমীদের খুব পছন্দের ছিল। একসময় শুধু তত ব্যাটিং নৈপুণ্য দেখতেই ভক্তরা স্টেডিয়ামে আসতেন। প্রাক্তন ভারত অধিনায়ক ২০০০ সালের জুনে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন। এখন ২২ বছর পর ফের আজহারের ব্যাটিং দেখতে পেল ক্রিকেটপ্রেমীরা। আজহার সংযুক্ত আরব আমিরাশাহিতে অনুষ্ঠিত হতে চলা ফ্রেন্ডশিপ কাপ ২০২২-এ ইন্ডিয়া লেজেন্ডসের হয়ে খেলছেন।

এই টুর্নামেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজহারের ছেলে আসাদউদ্দিনও ক্রিকেটার হিসাবে খেলছেন। আজহার এবং আসাদ টুর্নামেন্টে বলিউড কিংসের বিরুদ্ধে একটি ম্যাচে একসঙ্গে ব্যাট করেছেন, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এবং ভাইরাল হয়ে গিয়েছে।

প্রকৃতপক্ষে, টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে, ইন্ডিয়া লিজেন্ডস দল ২ রানে জিতেছিল, যেখানে আজহার এবং আশদের একটি দুর্দান্ত ৬২ রানের জুটি জয়ে বড় ভূমিকা পালন করেছিল। এই ম্যাচে আজহার ৩১ রান করলে তার ছেলে আসাদউদ্দিন করেন ২২ রান। বাবা-ছেলের ব্যাটিংয়ের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা। ভিডিওতে আজহারের ছেলেকে লম্বা ছক্কা মারতে দেখা যাচ্ছে।

বলিউড কিংস ম্যাচে আসাদ ২৪ বলে ২২ রানের একটি ইনিংস খেলেন যার মধ্যে ১ টি চার এবং ১ টি ছক্কা ছিল, এর পাশাপাশি আজহার ২৮ বলে ৩১ রান করেন যার মধ্যে ৩টি দৃষ্টিনন্দন চারও সামিল ছিল। প্রথমে ব্যাট করে ইন্ডিয়া লেজেন্ডস ১০ ওভারে ২ উইকেটে ৮৩ রান করে, তারপরে বলিউড কিংস ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮১ রান করে। আজহার এর আগে ওয়ার্ল্ড লিজেন্ডদের বিরুদ্ধে ম্যাচেও তার ব্যাটিং দক্ষতা দেখিয়েছিলেন এবং ১৯ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। যদিও আজহারের ব্যাটিং অনেক ক্রিকেট ভক্তকেই ৯০ এর দশকের কথা মনে করিয়ে দিয়েছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর