বাবর আজমদের সঙ্গেই নেট প্র্যাক্টিস করলেন বিরাট কোহলি! ভাইরাল ভিডিও…

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজের ছন্দ ফিরে পেয়েছেন। গত এক-দেড় বছর ধরে তার ব্যাট থেকে উল্লেখযোগ্য কোন কীর্তি গড়ে উঠতে দেখা যায়নি। সেই খরা তিনি এশিয়া কাপে কাটিয়ে উঠেছিলেন, নিজের ৭১তম শতরানটি সম্পূর্ণ করে। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই ফর্মই অব্যাহত রাখতে চান প্রাক্তন ভারত অধিনায়ক।

অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখার পর থেকে অনুশীলনের সময় বিন্দুমাত্র ক্লান্তি দেখা যায়নি কোহলির মধ্যে। তিনি ভারতীয় দলের হয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামেননি। কিন্তু গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত প্রস্তুতি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। তবে ১৩ বলে ১টি চার ও ১টি ছক্কা সহযোগে ১৯ রান করার পর মিচেল স্টার্কের বলে আউট হয়েছিলেন বিরাট। ব্যাট হাতে উল্লেখযোগ্য কিছু করে দেখাতে না পারলেও ফিল্ডিংয়ের মধ্যে দিয়ে তিনি দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।

সেই ম্যাচ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার পর বাকি সকলে যখন বিশ্রাম নিতে চলে গেছেন তখন ফের একবার নেটে গা ঘামাতে ঢুকে যান বিরাট। কিন্তু গাব্বায় সেই সময় নেট প্র্যাকটিস চলছিল পাকিস্তান দলের। ব্যাটিং প্র্যাকটিস করছিলেন পাকিস্তানের অধিনায়ক এবং তারকা ওপেনার বাবর আজম ও মহম্মদ রিজওয়ান।

যদিও তার জন্য কোহলির অনুশীলন আটকে থাকেনি। রিজওয়ান এবং বাবরের পাশের একটি খালি নেটে হেলমেট ও প্যাড পড়ে ব্যাট হাতে নেমে পড়েন বিরাট। তাদের সেই একসঙ্গে অনুশীলনের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইতিমধ্যেই প্রচুর ক্রিকেটপ্রেমী সেই ভিডিওটি দেখেছেন এবং শেয়ার করেছেন।

বিরাট কোহলি প্রায় ৪০ মিনিট অনুশীলন করেন। তাকে অনুশীলন করতে দেখে সেখানে উপস্থিত হন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও। অনুশীলন শেষে বিরাট কোহলি দীর্ঘক্ষণ নিজের কোচের সঙ্গে কিছু একটা আলোচনা করেন। প্রস্তুতি ম্যাচে স্টার্কের একটি শর্ট বলের শিকার হয়েছেন বিরাট। খুব সম্ভবত সেই সংক্রান্ত পরামর্শ তিনি চেয়ে নিচ্ছিলেন নিজের তারকা কোচের কাছ থেকে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর