‘জীবদ্দশায় আর এ দলে ফিরব না’, তুমুল ক্ষোভ উগরে দিয়ে বিজেপি ছাড়লেন বাবু মাস্টার

বাংলাহান্ট ডেস্কঃ বাম আমলে করতেন সিপিএম, তারপর ২০১১-এ যোগ দেন তৃণমূলে (tmc)। এরপর ২০২০ সালে কিছুটা মত পরিবর্তন করে বিজেপিতে (bjp) নাম লিখিয়েছিলেন বসিরহাটের (Basirhat) ভবানীপুর সেন্ট্রাল মডেল স্কুলের শিক্ষক ফিরোজ কামাল গাজি। কিন্তু তাতেও মোহভঙ্গ হল মাস্টারমশাইয়ের।

বহুদিন ধরেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তবে সিপিএম, তৃণমূল ঘুরে ২০২০ সালে শুভেন্দু অধিকারীর সঙ্গেই যোগ দিয়েছিলেন বিজেপি শিবিরে। তবে বছর ঘুরতে না ঘুরতেই মোহভঙ্গ হয় তাঁর। একরাশ ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়লেন বসিরহাটের দাপুটে নেতা ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার।

যোগদানের কয়েকমাসের মধ্যেই তাঁর এমন সিদ্ধান্ত নিয়ে কিছুটা চাপে গেরুয়া শিবির। তবে কি মাস্টারমশাই এখন তৃণমূলে যোগ দেবেন? এই নিয়েও শুরু হয়েছে জল্পনা কল্পনা। অন্যদিকে আবার কিছুদিন আগেই বিজেপি ছাড়ার পর, আজ অর্থাৎ বুধবারই তৃণমূলের খাতায় নাম লিখিয়েছেন বিজেপি সাংসদ কৃষ্ণ কল্যাণী। যা নিয়ে ইতিমধ্যেই কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়েছে পদ্ম শিবির।

তবে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে গিয়েই দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন ফিরোজ কামাল গাজি। তিনি বলেন, ‘বিজেপি এখনও অবধি বিধানসভা নির্বাচনে কোনও সংখ্যালঘুকে প্রার্থী করেনি। সেই কারণেই ওই দল ত্যাগ করলাম। বেঁচে থাকতে আর ও দলে কোনদিন ফিরব না’।

একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে এরকম অনেকেই এসে যোগ দিয়েছিলেন বিজেপি শিবিরে। আবার তাঁদের মধ্যে অনেকে ইতিমধ্যেই দল ছেড়েও দিয়েছেন। তবে মাস্টারমশাইয়ের দল ছাড়ার প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘আমরা তো আর ওনাকে জোর করে আটকে দলে রাখতে পারব না। নির্বাচনের আগে এসেছিলেন, আর এখন চলে যাচ্ছেন’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর