মুকুলের দরবারে বিজেপির আরও এক নেতা, রায়সাহেবের সঙ্গে দেখা করে উস্কে দিলেন জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচনের আগে একদিকে যেমন ছিল তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের ভিড় ঠিক সেভাবেই এখন উল্টে গিয়েছে সমীকরণ। অনেক গেরুয়া নেতাই ফের একবার ঘাসফুলে ফিরতে কাতর। বিশেষত মুকুল রায় বিজেপি ছাড়ার পর থেকেই ‘কার কার ফোন বাজলো’ তাই নিয়ে শুরু হয়েছে নয়া জল্পনা। এমতাবস্থায় তৃণমূল অবশ্য মোটেই তাড়াতাড়ি করতে রাজি নয়। সূত্রের খবর অনুযায়ী, অনেক বেছে তবেই এবার তৃণমূলে ফেরত নেওয়া হবে দলবদলকারী নেতাদের। তাই নিচুতলার একটু আধটু যোগদান চললেও মূলত উপরতলার নেতাদের জন্য একুশে জুলাইয়ের আগে দরজা খুলছে না বলেই মত রাজনৈতিক মহলের।

কিন্তু এরই মাঝে মুকুল রায়ের সঙ্গে দেখা করে ফের একবার রাজনৈতিক জল্পনা উস্কে দিলেন প্রাক্তন তৃণমূলী বাবু মাস্টার। বাম জমানায় মন্ত্রী গৌতম দেবের হাত ধরেই উত্থান ফিরোজ কামাল গাজি তথা বাবু মাস্টারের। উত্তর ২৪ পরগনার অত্যন্ত দাপুটে নেতা বলেই পরিচিত তিনি। এক সময় যিনি ছিলেন তৃণমূলের কর্মাধ্যক্ষ নির্বাচনের আগে হঠাৎ তিনিই জার্সি বদলে যোগদান করেন গেরুয়া শিবিরে। এরপর গড়িয়েছে অনেক জল।

IMG 20210619 182254

মিনাখাঁয় বোমাবাজির মুখেও পড়তে হয়েছে বাবু মাস্টারকে। অভিযুক্ত ছিল তৃণমূল। শুভেন্দু অধিকারী সহ আরও অনেকেই সে সময় দেখতে এসেছিলেন তাকে। কিন্তু বিজেপিতে তেমন একটা জায়গা করে নিতে পারেননি বাবু। তার যোগদানের আগে থেকেই ছিল দ্বন্দ্ব। প্রাচীন বিজেপির অনেকেই তেমনভাবে পছন্দ করতে পারেননি এই বাবু মাস্টারকে। এর আগে তার হাতে অত্যাচারিত হয়েছেন বলেও অভিযোগ ছিল।

কিন্তু শেষ পর্যন্ত বিজেপিতে যোগদান করেন এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। যদিও নির্বাচন মিটতে না মিটতেই ফের একবার জল্পনা উস্কে দিলেন তিনি। শনিবার হঠাৎই মুকুল রায়ের সঙ্গে ব্যক্তিগত বৈঠকে দেখা গেল তাকে। যদিও এই বৈঠকের ব্যাপারে এখনও পর্যন্ত কোন কিছুই সামনে আসেনি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া যেসব নেতা আবার ফেরার জন্য আবেদন জানাচ্ছেন সেই তালিকায় এবার আর একটি আবেদনপত্র জমা পরল ফিরোজ কামাল গাজির নামে। এখন আগামী দিনে পরিস্থিতি কি হয় সে দিকেই নজর থাকবে সকল

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর