রাজনীতি ছেড়ে জ্যোতিষ চর্চা করুন, নাম না করে অনুব্রত মন্ডলের উদ্দেশ্যে টুইট বাবুলের

নাম না করে অনুব্রতকে (anubrata mondal) জ্যোতিষী হওয়ার পরামর্শ দিলেন বাবুল সুপ্রিয় (babul supriya)। ভোটের আগেই জমে উঠেছে বাংলার রাজনীতির ময়দানে লড়াই। বিজেপি (bjp) ও তৃণমূল (tmc) একে অপরের প্রতি কোনোদিন হানছে বাক্যবাণ, কোনোদিন বা টুইট বোমা। চলছে আসন নিয়ে দাবিও। তৃণমূল,  বিজেপি দুই দলই ইতিমধ্যেই বিশাল ব্যাবধানে জয়ের দাবি করেছে। উভয়েরই দাবি তারা ২০০ এর বেশি আসন পাবে এবং প্রতিপক্ষ তিন অংকের সংখ্যায় পৌঁছাতে পারবে না।

babul 1 1

বাংলার মাটিতে দাঁড়িয়েই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দাবি করেন বাংলায় ২০০ এর বেশি আসন পাবে বিজেপি। ভারতীয় জনতা পার্টির সেই দাবিকে নস্যাৎ করে ভোটকুশলী প্রশান্ত কিশোরের দাবি বিজেপি তিন অংকের আসন পেলে তিনি টুইটার ছাড়বেন। এক পা এগিয়ে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের দাবি, প্রশান্ত কিশোর অনেক বেশি বলেছেন। বিজেপি ৪০ টিও আসন পাবে না। এর পরিপ্রেক্ষিতেই পালটা টুইট বোমায় বাবুল তাকে জ্যোতিষ চর্চা করার পরামর্শ দিলেন।

বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয় তার টুইটে এদিন লিখেছেন, ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে আমাকে নিয়ে কি বলেছিলেন মনে আছে?  রাজনীতি ছাড়তে তো দেখলাম না। একধাপ এগিয়ে তার আরো বক্তব্য , তৃণমূলের নেতা নেত্রীরা সকলেই এখন সার্কাসে পরিনত হয়েছেন। কোনো কাজ না করে মানুষকে কেবলই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে।

অন্য এক টুইটে বাবুলের মন্তব্য ,  “দিদি @MamataOfficial -র দলে কিছু মজাদার (জোকার ) মানুষ আছেন যাদের ‘নিজেরদের কথা’ অনুযায়ী রাজনীতি ছেড়ে টিয়াপাখি নিয়ে হাওড়া ব্রিজে বসা উচিত • লোকসভা ভোটের আগে আমার সাথে চ্যালেঞ্জ হেরে তাই তো করার কথা ছিল এই ‘ভদ্রলোক’-টির কিন্তু ওই ব্যাপার – তৃণমূলীদের লজ্জা নেই  ।  এই টুইটের লক্ষ্য অনুব্রত মন্ডলই। l

সম্পর্কিত খবর