নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই মাঠে নামলেন বাবুল, বালিগঞ্জে আঁকলেন জোড়াফুল

বাংলাহান্ট ডেস্ক : প্রার্থী করার আগেই কৃতজ্ঞতা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে, এবার কোমর বেঁধে মাঠেও নেমে পড়লেন বাবুল সুপ্রিয় (babul supriyo)। রবিবার সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন বাবুল সুপ্রিয়র। তার পরই আর সময় নষ্ট করতে রাজি নন বাবুল। রবিবার বিকেল থেকেই প্রচারে দেখা গেল তাঁকে।

রবিবার বিকেলে বালিগঞ্জ এলাকায় প্রচারে নামেন বাবুল সুপ্রিয়। সোমবার নিজের নামে দেওয়াল লিখন করতেও দেখা গেল তাঁকে। নিজেই জোড়াফুল আঁকলেন দেওয়ালে। সোমবার আবারও প্রার্থী করার জন্য তিনি কৃতজ্ঞতা জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার বালিগঞ্জ এলাকার দেওয়ালে নিজের দেওয়াল লিখনে দলীয় প্রতীক আঁকতে আঁকতে তিনি বলেন, ‘দিদি আমার উপর যে ভরসা -আস্থা দেখিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ।’

তাঁকে আরও বলতে শোনা যায়, ‘আমি সর্বোতভাবে চেষ্টা করব তাঁর আস্থার মর্যাদা রাখতে। বিধায়কের দায়িত্ব বড় দায়িত্ব। এই কেন্দ্রের বিধায়ক ছিলেন প্রবাদপ্রতীম সুব্রত মুখোপাধ্যায়। তার মানে প্রত্যাশা অনেকটাই বেড়ে যায় তাঁর মতন নেতার কেন্দ্রে ভোটে দাঁড়ালে। আমি আগেও বলেছিলাম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। তাই আশা করছি এবং চেষ্টা করব রেকর্ড মার্জিনে জেতার।’

আগামী ১২ এপ্রিল একই সঙ্গে উপনির্বাচন হবে বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা কেন্দ্রে। গত বছর কালিপুজোয় প্রয়াত হন বালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। অন্যদিকে আসানসোলের সাংসদ পদে ইস্তফা দিয়ে ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগদান করেন বাবুল সুপ্রিয়। ফলে এই দুই কেন্দ্রের শূন্যস্থান পূরণের পালা এবার। রবিবার ট্যুইট করে নিজেই ট্যুইট করে প্রার্থী হিসেবে শত্রুঘ্ন সিনহা এবং বাবুল সুপ্রিয়র নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলে শত্রুঘ্ন সিনহার নামেও শুরু হয়েছে দেওয়াল লিখন। এই উপনির্বাচনের ফল প্রকাশ আগামী ১৬ এপ্রিল।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর