অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে ‘ভন্ড’ বলে কটাক্ষ করে বিতর্কে জড়ালেন বাবুল সুপ্রিয়

বংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি ফুল বদল করে পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে এসেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। স্বাভাবিকভাবেই এনিয়ে বহু মতামত সামনে এসেছে। শুধু রাজনৈতিক মহল নয় কলাকুশলী মহলও এই বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। এদের মধ্যে একদিকে যেমন রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো প্রখ্যাত অভিনেতারা তেমনি আবার রয়েছেন অনুপম রায়ের মতো জনপ্রিয় গায়কও। একটি ফেসবুক পোস্টে অনুপম তো এও লেখেন, “একটা সময় মনে হতো আদর্শ থাকলে তবেই রাজনীতি। এখন বহুদিন হল মনে হয়, সামান্য আদর্শ থাকলেও আর যাই হোক, রাজনীতি নয়।”

এবার আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক ডিজিটাল সাক্ষাৎকারে সরাসরি অনুপম এবং পরমব্রতকে নিয়ে মুখ খুললেন বাবুল সুপ্রিয়। বিশেষত পরমব্রতের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছেন এই তৃণমূল নেতা। তার পরিষ্কার বক্তব্য ‘ভন্ডামি’ করছেন এই অভিনেতা। যদি কিছু করতে হয় তাহলে সামনে থেকে এসে রাজনীতিটা করা উচিত। মানুষের জন্য কাজ করা উচিত। তথাকথিত ছদ্ম রাজনীতিবিদ সেজে থাকার কোন মানে নেই।

বাবুল বলেন,’‘যদি রাজনীতি করতে হয়, তা হলে সামনে এসে করতে পারেন। অনেক রাজনীতিবিদ আছেন যাঁরা রাজনীতির সঙ্গে সঙ্গে গানবাজনাও করেন। তাই বলছি, সামনে এসে বলুন। পিছন থেকে অন্য মানুষকে ফোন করে, হোয়াটসঅ্যাপ করে বলে কী হবে? এটা একেবারে ভণ্ডামি। হতে পারে পরমব্রত জনপ্রিয় অভিনেতা, কিন্তু ছদ্ম-রাজনীতি করবেন না। সরাসরি রাজনীতি করুন। আপনি যদি নিজের মত নিয়ে এতটাই আবেগপ্রবণ হন, তা হলে লোকের জন্য কোনও কাজ করুন।’’

Capture 28

একইসঙ্গে অনুপম রায় প্রসঙ্গেও নিজের মতামত ব্যক্ত করেছেন তিনি। যদিও তা স্পষ্ট বক্তব্য, অনুপম একজন ভালো বন্ধু ও নিজস্ব মতামত রেখেছে, সে নিয়ে কিছু বলার নেই। কিন্তু অপরপক্ষে দেখতে গেলে যে দলের সঙ্গে আর রাজনৈতিক মতের মিল নেই সেই দলের হয়ে পেশাদার শিল্পী হিসেবে গান গান কিভাবে? এভাবে পেশাদারিত্বের দোহাই দেওয়াটাও এক ধরনের হিপোক্রেসি বলেই জানিয়েছেন বাবুল। তিনি এও বলেন, আমার রাজনৈতিক মতামতের সঙ্গে মিল নেই এমন কোন দল যদি আমাকে গাইতে বলে আমিতো গাইবো না।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর