আগে তোমাকে তোমার দেশে ফেরত পাঠাই, মুসলিম যুবককে বাংলাদেশের পাঠানোর কথা বললেন বাবুল সুপ্রিয়

বাংলা হান্ট ডেস্ক :এতদিন অবধি মুখ্যমন্ত্রীকে কটাক্ষের পর কটাক্ষ, তোপের পর তোপ দেগেছেন। রাজ্যের বিভিন্ন ইস্যুকে নিয়েও মন্তব্য করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে। তবে এবার সোশ্যাল মিডিয়ায় এক মুসলিম যুবককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিলেন বাবুল সুপ্রিয়।  যার জেরে শতরূপের কাছে কটাক্ষের স্বীকার হতে হল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। ঘটনার সূত্রপাত একটি ফেসবুক পোস্ট ঘিরে।

মুস্তাফিউর রহমান নামে এক যুবক কেনেদ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ও দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। ব্যাস তার পরেই সেই পোস্টের রিপ্লাই দিতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী লেখেন,‘আ্গে তোমায় তোমার দেশে ফেরত পাঠাই তারপর পোস্ট কার্ডে জবাব দেব।’ ব্যাস বাবুলের কমেন্টের পর সমালচনার ঝড় বয়ে যায়। কেন্দ্রীয় মন্ত্রীর কখনও এধরনের মন্তব্য করা ঠিক হয়নি বলে অনেকেই বলেন।caa protest dec 26 main

এমনকি কারোর ধর্ম নিয়েও কটাক্ষ করা ঠিক হয়নি বলে অনেকে মন্তব্য করেছেন। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে শতরূপ ঘোষ বলেন,‘এটাই ওর দেশ। ও এখানেই থাকবে। কারো বাবার ক্ষমতা থাকলে ওকে বের করে দেখাক।’  কেউ আবার বলেছেন, স্রেফ ধর্মীয় কারণে কারও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কেন? কেন্দ্রীয় মন্ত্রী এইভাবেই ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছেন। তবে বাবুলের এহেন মন্তব্যের জেরে কার্যত বিতর্কের ঝড় উঠেছে বলাই যায়।

উল্লেখ্য, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীকে নাগরিকত্ব সংসোধনী আইনের প্রতিবাদে স্লোগান নিয়ে কটাক্ষ করেছিলেন বাবুল, বলেছিলেন, “একবার দেখুন তো! আমরা কি এতই দীর্ণ হয়ে পড়েছি যে ‘ইনি’ আমাদের মুখ্যমন্ত্রী? কথায় কথায় রবীদ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণের নামোচ্চারণ করা এই ‘মাননীয়া মনীষী মমতাদিদিমনি’ কি আমাদের প্রাপ্য?”

সম্পর্কিত খবর