‘মা-কাকিমাকে কুপিয়ে আগুন লাগিয়ে দেয় ওরা’, প্রত্যক্ষদর্শী কিশোরের বয়ানে উঠে এল নৃশংসতার কাহিনী

বাংলাহান্ট ডেস্ক : বগটুই গণহত্যা কাণ্ডের অন্যতম প্রত্যক্ষদর্শী সে। তার চোখের সামনেই আগুনে পুড়ে শেষ হয়ে যায় আপনজনেরা। কোনও মতে পাঁচিল টপকে পালিয়ে নিজের প্রাণটুকু বাঁচলেও পুড়ে যায় শরীরের একাধিক অংশ। হাসপাতাল থেকে ফিরে সেই ভয়াবহ রাতের অভিজ্ঞতাই শোনালো বছর ১৪ এর কিশোর।

বরাত জোরেই বেঁচে গিয়েছিল তার প্রাণটুকু। কিন্তু আগুনের মধ্যে থেকে পালাতে গিয়ে শরীরের অনেকটাই পুড়ে যায়। হাসপাতালেই চিকিৎসা চলছিল তার। বর্তমানে সুস্থ হয়ে বগটুই থেকে বহু দূরে এক আত্মীয়ের বাড়িতেই আশ্রয় নিয়েছে স্বজনহারা ওই কিশোর। এদিন সেই অভিশপ্ত রাতের ব্যাপারে অপকট বয়ান দিল সে।

কিশোরের প্রতিটি শব্দে উঠে এসেছে সেই মর্মান্তিক রাতের ঘটনা, যা শুনলে শিউরে উঠতে বাধ্য যে কেউই। সংবাদমাধ্যমকে ওই কিশোর জানায় যে, ‘সোমবার রাতে আমরা নমাজ পড়ে এসে শুনি ভাদু শেখ খুন হয়েছে। শুনেই সবাই কাকিমার বাড়িতে চলে যাই। এরপরই রাতে শুরু হয় বোমাবাজি। হঠাৎই পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সব জ্বালিয়ে ছাড়খাড় করে দেয় ওরা। আমার কাকা, কাকার মেয়েরা, কাকিমা মারা গিয়েছে। আমি সেদিন ওই আগুন টপকেই পালিয়ে ছিলাম। আল্লার অশেষ কৃপা যে বেঁচে গিয়েছি।’ সে আরও জানায়, ‘ সেই রাতে আমরা চিৎকার করছিলাম বাঁচার জন্য। কিন্তু কেউ আসেনি। তার জন্য আমরা ওই দেওয়াল টপকে আগুন পার করেই পালাতে থাকি। যারা বেরোতে পারল না তারা পুড়ে শেষ হয়ে গেল। আমার কাকার দুই মেয়ে, ঠাকুমা, কাকিমা, পুড়ে শেষ। আমিও আটকে গেলে হয়ত শেষ হয়ে যেতাম। আমরা মোট আট নয় জন পালিয়ে যাই বলে বেঁচে গেলাম। তবে ঘর তখন জ্বলছে। তাতেই কিছুটা পুড়ে যায় আমার গা।’

কুপিয়ে খুনের ব্যাপারেও জানিয়েছে সে। তার দাবি প্রথমে কুড়ুল দিয়ে কুপিয়ে তারপর আগুন লাগিয়ে দেওয়া হয় বাড়িতে। ওই কিশোরের দাবি, ‘প্রথমে আমার ছোট মা, কাকিমাকে কু়ড়ুল দিয়ে কোপানো হয়। তার পর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। সকলে হাত জোর করে বলেছে তাও শোনেনি ওরা। পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল ওরা। বোমা মারছিল পর পর। আমরা তো ভাবছিলাম বাঁচবই না আর। আল্লা হেফাজত করেছেন। কিন্তু এখনও ভয় লাগে।’

স্বভাবতই এহেন বয়ান শুনে শিউরে উঠতে হয় বৈকি! এ কোন সভ্যতা যেখানে শৈশবকে সাক্ষী থাকতে হয় এহেন বর্বরোচিত নারকীয়তার? যেখানে জীবনের চেয়ে প্রতিশোধের মূল্য বেশি। উঠছে প্রশ্ন। বর্তমানে বগটুই হত্যা কাণ্ডের তদন্ত ভার দেওয়া হয়েছে সিবিআইকে। আদৌ কি সামনে আসবে অপরাধীরা? আদৌ মিলবে ন্যায় বিচার? সেদিকেই এখন তাকিয়ে রাজ্যবাসী।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর