এবার দানশীল রূপে বাহুবলিঃ করোনার সাথে লড়াইতে ত্রাণ তহবিলে দিলেন ৪ কোটি টাকা

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টিকারী করোনা ভাইরাস (covid-19) এখন প্রায় বিশ্বের সমগ্র দেশকে গ্রাস করে নিয়েছে। বিশ্বের প্রায় ৫ লক্ষ ২৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছেনে এবং প্রায় ২৪ হাজারেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে প্রাণ হারিয়েছেন। সমগ্র বিশ্ব এখন এক হয়ে এই রোগের বিরুদ্ধে মোকাবিলা করছে। ভারতেও এই রোগ প্রবল আকার ধারণ করছে।

Prabhas HD Wallpapers 10

এই রোগের থেকে নিস্তার পাওয়ার জন্য বিভিন্ন মানুষ সরকারের ত্রাণ তহবিলে নিজের সাধ্যমত দান করে চলেছেন। এই পরিস্থিতিতে বিভিন্ন তারকারাও প্রচুর পরিমাণে অর্থ সাহায্য করেছেন। তেলুগু সুপারস্টাররাও তাঁদের সাধ্যমত দান করেছেন। কিছুদিন আগেই সরকারের ত্রাণ তহবিলে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন পবন কল্যাণ, রাম চরণ, চিরঞ্জিবি এবং মহেশ বাবু। এবার এই তাকিলায় নিজের নাম নথিভুক্ত করলেন তেলেগু ছবির আরও এক সুপারস্টার প্রভাস (Prabhas)।

actor prabhas stills bahubali press meeting hd picture

সুপারহিট ছবি ‘বাহুবলি’ খ্যাত প্রভাস করোনা মোকাবিলা করার জন্য তিনি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৪ কোটি টাকা দান করেন। যার মধ্যে থেকে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের প্রত্যেককে ৫০ লাখ টাকা দেওয়া হচ্ছে। এবং প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলকে তিন কোটি টাকা দেওয়া হচ্ছে।

1226651

সম্প্রতি তিনি ‘প্রভাস ২০’ ছবির জন্য জর্জিয়ার শুটিং করতে গিয়েছিলন। তাঁর বিপরিতে নায়িকা ছিলেন পূজা হেগড। করোনা পরিস্থিতিতে তাঁরা সেখান থেকে ফিরে ১৪ দিনের জন্য নিজেদের হোম কোয়ারেন্টিনে রাখেন। কিছুদিন আগেই তেলুগু সুপারস্টার পবন কল্যাণ, রাম চরণ, চিরঞ্জিবি এবং মহেশ বাবুও COVID-19-এর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য ত্রাণ তহবিলে টাকা অনুদান দিয়েছিলেন। পবন কল্যাণ দিয়েছিলেন ২ কোটি টাকা। এবং তার ভাগ্নে রাম চরণ ৭০ লক্ষ টাকা দান করেন। এছাড়াও তেলুগু চলচ্চিত্রের প্রবীণ সুপারস্টার চিরঞ্জিবি এক কোটি টাকা দিয়েছেন। এবং সুপারস্টার মহেশ বাবুও এর জন্য এক কোটি টাকা দান করেছিলেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর