‘বল দ্রুত গড়াচ্ছে” অনুব্রতর গ্রেফতারির পর ইঙ্গিতপূর্ণ বয়ান মদন মিত্রের

বাংলাহান্ট ডেস্ক : গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal);ইতিমধ্যেই আটক করেছে সিবিআই। বৃহস্পতিবার, সকাল দশটা নাগাদ তাঁর বাড়িতে পৌঁছে যায় সিবিআইয়ের (CBI) একটি দল। কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে ঘিরে ফেলা হয় তাঁর বাড়ি। সামনে বেশকিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তাঁর ঘরে ঢোক সিবিআইয়ের দল। তারপর চলে প্রায় দেড় জিজ্ঞসাবাদ। সঙ্গে গোটা বাড়ি তল্লাশিও করেন আধিকারিকরা। তারপরই আটক করা হয় অনুব্রতকে। তাঁকে নিয়ে য়াওয়া হয় আসানসোলে সিবিআইয়ের অস্থায়ী ঠিকানায়। এই বিষয়ে এবার মুখ খুললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।

কামারহাটির বিধায়ক সংবাদমাধ্যমে বলেন,’ আমরা যেটা মনে হয়েছে তা হল মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি ও অসততা থেকে গোটা দলকে দূরে রাখতে চাইছেন। এখানে আমার ব্যক্তিগত কোনও অবস্থান নেই। দলের অবস্থানই আমার অবস্থান। দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকলে দল তাকে কোনওদিনই সাহায্য করবে না।’

মদন মিত্র বলেন, ‘অনুব্রতকে অনেকবার সিবিআই ডেকেছিল। সে যায়নি। সিবিআইতে না যাওয়াটা রীতিমতো অন্যায়। ডাকলে যাব না কেন? আমি গিয়েছি, অভিষেক গিয়েছে। অভিষেকের স্ত্রীও গিয়েছে। অনুব্রতর বিরুদ্ধে বলা হয় এমন কোনও মন্তব্য আমি করব না। বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। ওর শরীর খারাপ।’

তৃণমূল বিধায়ক আরও বলেন, ‘সবটাই তদন্তের ব্যাপার। এখনই কোনও মন্তব্য করা ঠিক নয়। তবে সবকিছু দেখলাম। এটুকুও বুঝলাম বল এবার খুব দ্রুত গড়াচ্ছে। তৃণমূল র কর্মীদের বলব কাঁধে কাঁধ মিলিয়ে আসুন রাস্তায় নামি। বিজেপিকে বলব এর পরেও আপনারা জিততে পারবেন না। কেষ্টর জন্য খুবই চিন্তা হচ্ছে। ওর পরিবারের ওপরে ঝড় বইছে। তবে কেউ অন্যায় করলে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তৃণমূল কংগ্রেস কর্মীদের বলব, এক হও। সুজন সেলিমরা কি বলছে তাতে কিছুই এসে যায় না। আমরা দাঁড়ালেই ৫০০মানুষ ভিড় করবে।’

অন্যদিকে, অনুব্রতকে আটকের খবর ছড়িয়ে পড়তেই রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা। এসএন ব্যনার্জি রোডে কল্যাণ চৌবের নেতৃত্বে গুড়া বাতাসাও বিলি করা হয় পথচারীদের মধ্যে। বাজানো হয় ঢাক। পাশাপাশি অনুব্রতর আটক নিয়ে সরব হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘অনুব্রত মণ্ডল একজন মাফিয়া। যে হাটে মগুর মাছ বিক্রি করতো। সে এখন হাজার কোটি টাকার মালিক। অনুব্রত মমতা বন্দ্যোপাধ্যায়েরই সৃষ্টি। কার নির্দেশে গরু পাচার, বালি পাচার, কয়লা পাচার, নির্বাচন পরবর্তী সময়ে বেশকিছু মানুষকে খুন করা হয়েছে তা বেরিয়ে আসুক। আশা করব উনি যার নির্দেশে ওইসব কাজ করেছেন আর মুড়ির টিনে টাকা পাঠিয়েছেন তাদের নামগুলো এবার বলবেন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর