৩-০! ঘরের মাটিতে ইংরেজদের ধুয়ে সাফ করল টাইগাররা, বাংলাদেশের কাছ লজ্জার হার ইংল্যান্ডের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। শেষ ম্যাচটা ছিল শুধুমাত্র নিজেদের যোগ্যতা প্রমাণ করার তাদের সামনে যারা এই ফলাফলকে অঘটন বলছিলেন। শেষ পর্যন্ত গত বছর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ডকে ঘরের মাটিতে ৩-০ ফলে উড়িয়ে সিরিজ জিতে নিলো সাকিব আল হাসানরা। শেষ অবধি তারা জয় পেল ১৬ রানের ব্যবধানে।

bangladesh win

ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতেছিল ইংল্যান্ড। নিজের দলকে প্রথমে ফিল্ডিং করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বজয়ী ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। যে অসাধারণ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত আজও নিজের সেরা ছন্দ বজায় রেখেছিলেন। আজ তিনি ৪৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন।

তার সঙ্গে পরবর্তীতে জুটি বেঁধে রান এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছিলেন লিটন দাস। আর মাত্র তিন সপ্তাহের মধ্যেই তিনি কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে চাপাতে চলেছেন। তার আগে বিশ্বসেরা দলের বিরুদ্ধে আজ ৫৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে নিজেরে যোগ্যতা প্রমাণ করেন তিনি। নির্ধারিত করি ওভারে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৫৮।

ওরে রান তারা করতে নেমে শুরুতেই ওপেনার সল্টকে হারায় ইংল্যান্ড। কিন্তু বাটলার ও মালানের জুটি বেশ ছন্দময় গতিতেই এগিয়ে নিয়ে যাচ্ছিল তাদের। সময় সাত ওভারে তাদের জয়ের জন্য মাত্র ৫৮ রান প্রয়োজন ছিল এবং হাতে ছিল ৯ উইকেট। কিন্তু এখান থেকেই নাটকীয়ভাবে পট পরিবর্তন ঘটে ম্যাচের।

১৪ তম ওভারের প্রথম দুই বলে বাটলার এবং মালানকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরত আনেন মুস্তাফিজুর রহমান। এরপর ইংল্যান্ডের কোন ব্যাটারই আর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। নির্ধারিত সময়ে ছয় উইকেট হারিয়ে ১৪২ রানই শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। ১৬ রানে জয় পায় বাংলাদেশ। এর আগের দুই ম্যাচে রান তারা করে জয় পাওয়ার পরে এবার প্রথমে ব্যাট করেও জয় পাওয়ার নজর করল সাকিব আল হাসানের দল।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর