টানা ৪ দিন ব্যাঙ্ক বন্ধ, দিনক্ষণ জানা না থাকলে সমস্যায় পড়তে পারেন আপনিও

বাংলাহান্ট ডেস্কঃ আবারও সমস্যায় পড়তে চলেছেন সাধারণ মানুষ। ব্যাঙ্ক (bank) ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন। আবারও বিপাকে গ্রাহকরা। এবার টানা চার দিন বন্ধ থাকতে চলেছে ব‍্যাঙ্ক। শনিবার এবং রবিবার ছুটির পর সোমবার এবং মঙ্গলবার ব‍্যাঙ্ক ঘর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন।

ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণের প্রতিবাদেই এই ধর্মঘটের ডাক বলে জানালেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ)-এর সভাপতি রাজেন নাগার। তাঁর কথায়, ‘ব্যাঙ্কগুলিকে যেভাবে বেসরকারিকরণের চেষ্টা করা হচ্ছে, তার প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। পরবর্তীতে এই আন্দোলন আরও জোরদার করা হবে’।

Bank holiday

জানিয়ে রাখি, বাজেট পেশে আইডিবিআই ব্যাংক ছাড়াও আরও দুটি সরকারি ব্যাংককে বেসরকারিকরণের বিষয়ে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই ঘটনার প্রতিবাদেই ব্যাঙ্ক বন্ধের ডাক দিয়েছে সংগঠন। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন জানিয়েছে, আগামী ১৫ এবং ১৬ ই মার্চ দেশময় ব‍্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সোমবার এবং মঙ্গলবার বন্ধ থাকবে ব‍্যাঙ্ক।

এদিকে আবার ১৩ ই মার্চ মাসের দ্বিতীয় শনিবার এবং ১৪ ই মার্চ রবিবার হওয়ায় পরপর দুদিন ব‍্যাঙ্ক বন্ধ। কিন্তু তারপর ১৫ এবং ১৬ ই মার্চ অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার ব‍্যাঙ্ক বন্ধ থাকায় বেশ সমস্যার সম্মুখীন হতে পারেন গ্রাহকরা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর